Bankura Medical College: থ্রেট কালচারের বিরুদ্ধে পড়ুয়াদের প্রবল আন্দোলন, HOD-কে ৭ দিনের ছুটিতে পাঠাল কলেজ

Bankura Medical College: কিন্তু কলেজের সেই পদক্ষেপে খুশি নয় পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, আগামী সাতদিনের মধ্যে ওই বিভাগীয় প্রধানকে অপসারণ করা না হলে সেক্ষেত্রে কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা।

Bankura Medical College: থ্রেট কালচারের বিরুদ্ধে পড়ুয়াদের প্রবল আন্দোলন, HOD-কে ৭ দিনের ছুটিতে পাঠাল কলেজ
বাঁকুড়ায় পড়ুয়াদের বিক্ষোভImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 28, 2025 | 8:37 PM

বাঁকুড়া: বিভাগীয় প্রধানের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল। সেই নিয়ে কলেজ জুড়ে তোলপাড় হয়। শনিবার থেকে আন্দোলনে নেমেছিল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের বক্ষ বিভাগের পড়ুয়ারা। সেই আন্দোলনের জেরে এবার বিভাগীয় প্রধানকে সাত দিনের ছুটিতে পাঠালো কলেজ কর্তৃপক্ষ। তবে অভিযুক্ত বিভাগীয় প্রধানকে অপসারণের দাবিতে এখনো অনড় পড়ুয়ারা।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চেস্ট বা বক্ষ বিভাগের পড়ুয়াদের দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ বিভাগীয় প্রধান অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। একদিকে রোগী পরিষেবার ক্ষেত্রে বিভাগীয় প্রধানের কর্তব্যে গাফিলাতি অন্যদিকে চিকিৎসক পড়ুয়াদের ক্রমাগত হুমকির প্রতিবাদে সম্প্রতি স্বাস্থ্য ভবনকে লিখিত ভাবে অভিযোগ জানান পড়ুয়ারা।

অভিযোগ, তাতেই আরও খাপ্পা হয়ে ওঠেন বিভাগীয় প্রধান। পড়ুয়াদের উদ্দেশ্যে হুমকির মাত্রা বৃদ্ধি পায়। এরপর হাসপাতালের রোগী পরিষেবা স্বাভাবিক করা এবং পঠন পাঠনের পরিবেশ অক্ষত রাখার দাবিতে গত শনিবার বিভাগীয় প্রধানকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। সেই সময় কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়ে নেয়। এর মধ্যে অভিযুক্ত বিভাগীয় প্রধানকে সাতদিনের ছুটিতে পাঠায় কলেজ কর্তৃপক্ষ।

কিন্তু কলেজের সেই পদক্ষেপে খুশি নয় পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, আগামী সাতদিনের মধ্যে ওই বিভাগীয় প্রধানকে অপসারণ করা না হলে সেক্ষেত্রে কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের দাবি বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনের নির্দেশে তৈরি হওয়া তদন্ত কমিটি ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে। স্বাস্থ্য ভবন পরবর্তী সিদ্ধান্তের কথা জানালে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।

চিকিৎসক পড়ুয়া জাকির হোসেন বলেন, “অধ্যক্ষ বলেছিলেন আশানুরুপ ফল দেবেন।কিন্তু আমরা তা পাইনি। বছরের পর বছর আমাদের উপর নিগ্রহ করা হয়েছে। এই সাতদিনের মধ্যে দেখি অধ্যক্ষ কী করেন।” বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, “অভিযোগ স্বাস্থ্য ভবনে গেছে। তার জন্য কিছুটা সময় লাগবে। ওঁকে ছুটিতে পাঠানো আছে।”