Bankura: ‘মহিলাদের অসম্মান করলে আমার থেকে খারাপ কেউ হবে না’, দলীয় কর্মীদের সতর্ক করলেন জেলা সভাপতি

Bankura: আর জি কর কাণ্ডে নাম জড়িয়েছিল রাজ্যের শাসক দলের রাঘব বোয়ালদের। কসবা কাণ্ডেও উঠে এসেছে তৃণমূলের ছাত্র সংগঠনের একাধিক নেতার নাম। স্বাভাবিকভাবেই বারংবার অস্বস্তিতে পড়তে হচ্ছে দলকে।

Bankura: মহিলাদের অসম্মান করলে আমার থেকে খারাপ কেউ হবে না, দলীয় কর্মীদের সতর্ক করলেন জেলা সভাপতি
দলীয় কর্মীদের হুঁশিয়ারিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 04, 2025 | 6:29 PM

বাঁকুড়া:  আর জি কর কাণ্ড থেকে কসবা কাণ্ড, বারেবারেই এ রাজ্যে নারীদের সম্মানহানির ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য। এবার সেই আবহেই মহিলাদের সম্মানরক্ষা নিয়ে দলের কর্মীদের কড়া বার্তা দিলেন তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়। সম্প্রতি ছাতনার কমলপুরে দলের একটি কর্মিসভা থেকে দলের কর্মীদের উদ্যেশ্যে হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন, ” মহিলাদের অসম্মান করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না”। তৃণমূলের জেলা সভাপতির হুঁশিয়ারির এমন ভিডিয়ো এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। তৃণমূলের জেলা সভাপতির এমন হুঁশিয়ারিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

আর জি কর কাণ্ডে নাম জড়িয়েছিল রাজ্যের শাসক দলের রাঘব বোয়ালদের। কসবা কাণ্ডেও উঠে এসেছে তৃণমূলের ছাত্র সংগঠনের একাধিক নেতার নাম। স্বাভাবিকভাবেই বারংবার অস্বস্তিতে পড়তে হচ্ছে দলকে। রাজ্যে একের পর এক নারীর সম্মানহানির ঘটনায় তৃণমূলের নাম জড়িয়ে পড়ায় একদিকে যেমন তৃণমূলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনই ঘটনাগুলি ভোটব্যাঙ্কের উপর প্রভাব ফেলতে পারে তেমন আশঙ্কাও একেবারে উড়িয়ে দিতে পারছেন শাসক দলের নেতা কর্মীরা। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নামতে দেখা গেছে শাসক দলের অনেককেই।

এবার মহিলাদের সম্মানরক্ষা প্রসঙ্গে বেশ কড়া সুরই শোনা গেল বাঁকুড়ায় তৃণমূলের জেলা সভাপতির গলায়। কমলপুরে একটি কর্মিসভায় বক্তব্য রাখতে উঠে দলে মহিলা কর্মীদের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন, ” মহিলাদের সম্মান দিয়ে কথা বলবেন। তাঁদের অসম্মান করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না”।

জেলা সভাপতির দাবি, তৃণমূল বরাবরই মহিলাদের সম্মান দেওয়ার কথা বলে এসেছে। এই বক্তব্যেও সেই কথাই বলা হয়েছে। বিজেপির কটাক্ষ তৃণমূলের নেতা কর্মীদের হাতে মহিলারা সুরক্ষিত নয়, তা ভালোভাবেই জানে তৃণমূল নেতারা। তাই এমন হুঁশিয়ারি তাঁদের দিতে হচ্ছে।