বাঁকুড়া: ভৈরোবাঁকি নদীর জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বারিকুল থানার পাটগড়া গ্রাম লাগোয়া এলাকায়। এরপর নদীর চরে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাসিন্দারা। পুলিশকে খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাজীব সোরেন।
স্থানীয় সূত্রে খবর, মৃত রাজীব সোরেনের বাড়ি হূগলীর হরিপাল থানা এলাকায়। সম্প্রতি বাঁকুড়ার বারিকুল থানা এলাকায় এক আত্মীয় বাড়িতে এসে সোমবার থেকে নিখোঁজ হয়ে যান তিনি। ওই যুবক নদীর জলে পড়ে গিয়ে থাকতে পারেন। এরপরই আশঙ্কায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দিয়ে ভৈরোবাঁকি নদীবক্ষে তল্লাশিও চালানো হয়। কিন্তু ওই যুবকের খোঁজ মেলেনি। এরপর গতকাল পাটগড়া গ্রাম লাগোয়া নদীর চরে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনওভাবে নদীর জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই যুবকের। যুবকের মৃত্যুর সঠিক কারন জানতে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠাবে।