Bankura: রাস্তায় যেতে গিয়ে এটা কী! হাড়হিম হয়ে গেল এলাকাবাসী

Bankura: গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই মৃতদেহটি দেখতে পান বাঁকুড়া সদর থানার কেলেবলা গ্রামের মানুষ। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি এলাকাবাসী।

Bankura: রাস্তায় যেতে গিয়ে এটা কী! হাড়হিম হয়ে গেল এলাকাবাসী
বাঁকুড়ায় হাড়হিম ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 11, 2025 | 2:31 PM

বাঁকুড়া: তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তারপরই উদ্ধার এক ব্য়ক্তির দেব। পচাগলা দেহ উদ্ধার হল তাঁর। গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই মৃতদেহটি দেখতে পান বাঁকুড়া সদর থানার কেলেবলা গ্রামের মানুষ। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি এলাকাবাসী। মৃতের নাম সন্দীপ পাল (৫২)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া সদর থানার কেলেবলা গ্রাম। বেশ কয়েকদিন ধরেই জমিজমা সংক্রান্ত একটি বিবাদ চলছিল সেখানে। সম্প্রতি, এই বিষয়টি নিয়ে থানায় ডায়রি করেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সেই অভিযোগ থানায় দায়ের করতেই নিখোঁজ হয়ে যান সন্দীপ।

দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান পাননি গ্রামের মানুষ। এরপর আজ দুপুরে গ্রামের অদূরে একটি ইট ভাটার কাছে গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পচাগলা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। স্থানীয়দের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরে সন্দীপ পালকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন কেলাবলা গ্রামের মানুষ।