Bankura: বিয়ে দিয়ে ফিরছিলেন বরের আত্মীয়রা, উল্টে গেল বরযাত্রী বোঝাই গাড়ি, মৃত্যু

Bankura: রাতে বাঁকুড়ার শালতোড়া থানার দিগতোড় এলাকায় এক আদিবাসী যুবকের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখান থেকে বরযাত্রী বোঝাই করে একটি বেসরকারি বাস আসানসোলের জামুড়িয়া যাচ্ছিল।

Bankura: বিয়ে দিয়ে ফিরছিলেন বরের আত্মীয়রা, উল্টে গেল বরযাত্রী বোঝাই গাড়ি, মৃত্যু
হাসপাতালের বাইরে পরিজনরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 08, 2025 | 12:04 PM

বাঁকুড়া:   বরযাত্রী বোঝাই বাস উল্টে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় আহত হয়েছেন আরো ২৩ জন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়া থানার দিগতোড় এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম বাবুচাঁদ মান্ডি। মৃতের বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  রাতে বাঁকুড়ার শালতোড়া থানার দিগতোড় এলাকায় এক আদিবাসী যুবকের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখান থেকে বরযাত্রী বোঝাই করে একটি বেসরকারি বাস আসানসোলের জামুড়িয়া যাচ্ছিল। যাওয়ার পথে দিগতোড়ের অদূরে বরযাত্রী বোঝাই বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় শালতোড়া থানার পুলিশ।

স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা প্রায় ২৩ জন আহত যাত্রীকে উদ্ধার করে প্রাথমিক ভাবে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাবুচাঁদ মান্ডি নামের এক আহত বাসযাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যান্য আহতদের রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।