Bankura: ফুঁসছে একের পর এক নদী, বর্ষা ঢুকতেই জলের তলায় একাধিক সেতু

Bankura: তবে সিমলাপাল সেতুই নয় টানা দু'দিনের বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তার উপর থাকা গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। গতকাল থেকেই সেতুর উপর দিয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবল বেগে বইতে শুরু করে জল।

Bankura: ফুঁসছে একের পর এক নদী, বর্ষা ঢুকতেই জলের তলায় একাধিক সেতু
বাঁকুড়ায় ডুবে গেল সেতুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 19, 2025 | 10:42 AM

বাঁকুড়া: বর্ষা প্রবেশ করতেই লাগাতার বৃষ্টি শুরু বাঁকুড়ায় (Bankura)। একদিনে ১৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। দু’দিনে জেলায় বৃষ্টির পরিমাণ ২১০ মিলিমিটার। রাতভর বৃষ্টির জেরে ডুবে গিয়েছে জেলার একাধিক সেতু।

জানা যাচ্ছে, এ দিন ডুবেছে বাঁকুড়ার সিমলাপাল সেতু। আজ ভোর থেকে ওই সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করেছে। যার জেরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। বিপজ্জনক অবস্থায় থাকা ওই সেতু দিয়ে পারাপার করতে গিয়ে আটকে গিয়েছে তিনটি ট্রাক। সেই ট্রাকে থাকা ব্যক্তিদের পরে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। শুধু সিমলাপাল সেতুই নয় শিলাবতী নদীর জলে ডুবেছে ভেলাইডিহা সেতুও।

সিমলাপাল সেতুই নয় টানা দু’দিনের বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তার উপর থাকা গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতুও। গতকাল থেকেই সেতুর উপর দিয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবল বেগে বইতে শুরু করেছে জল। এর জেরে ওই সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।

সেতু জলের তলায় চলে যাওয়ায় এখন চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া শহরে যাওয়ার বিকল্প রাস্তা প্রায় ৩০ কিলোমিটার ঘুরপথ হওয়ায় নিতান্ত প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে ডুবে থাকা সেতু দিয়েই পারাপার করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।