বাঁকুড়া: পরিষেবা মিলছে না, সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। হাসপাতালে পরিকাঠামোর অভাব নেই। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক নেই। ফলে মার খাচ্ছে চিকিৎসা পরিষেবা। হাসপাতাল জুড়ে লাটে উঠেছে পরিচ্ছন্নতা। সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করার নামে নেওয়া হচ্ছে টাকা। নির্বিকার স্থানীয় তৃনমূল বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতি। বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের এইসব অব্যবস্থার অভিযোগ তুলে এবার হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়ল বিজেপি।
বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিসেবা নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দাদের দাবি নামে হাসপাতালটি সুপার স্পেশ্যালিটি হলেও কোনও সুপার স্পেশ্যালিটি চিকিৎসক নেই হাসপাতালে। রাতে চিকিৎসকের অভাবে মাঝেমধ্যে হাসপাতালে সাধারণ চিকিৎসাটুকুও মেলে না।
হাসপাতালের আউটডোরের সামনেই জমে রয়েছে জল। সেই জলেই বাড়ছে ম্যালেরিয়া, ডেঙ্গির জীবাণু বাহক মশার বংশ। পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালের শৌচালয়গুলি ব্যবহারের অযোগ্য। বারেবারে এই অব্যবস্থাগুলি সমধানের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরবার করেও লাভ হয়নি। এবার তাই আন্দোলনে নামল বিজেপি।
বিজেপি কর্মীরা বড়জোড়া বাজারে মিছিল করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালে এই অব্যবস্থার জন্য বিজেপি স্থানীয় তৃণমূল বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতিকেও দায়ী করেছে। তৃনমূলের স্থানীয় বিধায়ক অভিযোগ উড়িয়ে দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিজেপির তরফে দেওয়া ৯ দফা বিষয় দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।