
বাঁকুড়া: জলাধারে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল সাত বন্ধু। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা চার জনকে উদ্ধার করেন। এখনো নিখোঁজ তিনজন। নিখোঁজদের খোঁজে জলাধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার রনডিহা জলাধারে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এলাকার সাত বন্ধু মিলে আজ মঙ্গলবার দুপুরে রণডিহা জলাধারে স্নান করতে যায়। জলাধারের জলে নেমে স্নান করার সময় আচমকা সাত জনই তলিয়ে যেতে থাকে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধার কাজে নেমে পড়েন স্থানীয়রা। স্থানীয় মৎস্যজীবীদের নৌকার সাহায্য নিয়ে প্রাথমিকভাবে চার জনকে উদ্ধার করা গেলেও তিন জনের এখনো কোনও খোঁজ মেলেনি।
জানা গিয়েছে, নিখোঁজ তিন জনের নাম সুরজিত বিশ্বাস, জিতু অধিকারী ও অভিজিৎ গায়েন। তিন জনেরই বয়স ১৭ বছর। আপাতত স্থানীয়দের সাহায্য নিয়ে নিখোঁজ ৩ জনের খোঁজে জলাধারে তল্লাশি চালাচ্ছে বাঁকুড়ার সোনামুখী ও পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। স্থানীয় বাসিন্দা নরোত্তম রায় বলেন, “অনেকে বেড়াতে এসেছিল। ওরা মদ্যপান করে নেমেছিল। তারপর স্নান করছিল। সেই সময় পাঁচজন জলের তলায় চলে যায়। বাকিরা পাড়ে উঠে যায়।”