Bankura: সংখ্যালঘু মুসলিম ভোটারদের শুনানির নোটিস দিচ্ছে কমিশন, অভিযোগ ঘিরে ধুন্ধুমার

অভিযোগ, পরিবারে ৬ জনের বেশি ভোটার থাকলেই সেই ভোটারদের শুনানির নোটিস পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বিক্ষোভকারীদের দাবি, একবার এসআইআর-এর এনুমারেশান ফর্ম পূরণের সময় যাবতীয় নথি ও তথ্য জমা দিয়েছেন তাঁরা। ফের শুনানির নোটিস পাওয়ায় আবার তাঁদের নথি দেখাতে হবে।

Bankura: সংখ্যালঘু মুসলিম ভোটারদের শুনানির নোটিস দিচ্ছে কমিশন, অভিযোগ ঘিরে ধুন্ধুমার
সংখ্যালঘুদের বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 16, 2026 | 8:48 PM

বাঁকুড়া: সংখ্যালঘু পরিবারপিছু ভোটারের সংখ্যা বেশি। আর তা দেখে বেছে বেছে সংখ্যালঘু মুসলিম ভোটারদের শুনানিতে ডেকে হয়রান করছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে বাঁকুড়ার তালডাংরায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন তালডাংরা বিধানসভার সংখ্যালঘু ভোটারদের একাংশ। নির্বাচন কমিশনের নির্দেশে সারা রাজ্যেই শুরু হয়েছে এস আই আর এর শুনানি পর্ব। আর সেই শুনানি পর্বে সর্বাধিক ডাক পাচ্ছেন সংখ্যালঘু মুসলিম ভোটাররা এমনটাই অভিযোগ।

আর সেই অভিযোগকে সামনে রেখে এবার তালডাংরা ব্লকের বিডিও তথা নির্বাচন কমিশন নিযুক্ত এইআরও র দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তালডাংরা বিধানসভার ১৭ টি মুসলিম প্রধান বুথের ভোটারদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি সংখ্যালঘু মুসলিম পরিবারগুলির মধ্যে অধিকাংশ পরিবারেই ৬ জনের বেশি ভোটার রয়েছে।

অভিযোগ, পরিবারে ৬ জনের বেশি ভোটার থাকলেই সেই ভোটারদের শুনানির নোটিস পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বিক্ষোভকারীদের দাবি, একবার এসআইআর-এর এনুমারেশান ফর্ম পূরণের সময় যাবতীয় নথি ও তথ্য জমা দিয়েছেন তাঁরা। ফের শুনানির নোটিস পাওয়ায় আবার তাঁদের নথি দেখাতে হবে। বৈধ ভোটার হওয়ার পরেও কেন বারংবার তাঁদের নথি দেখাতে বাধ্য করছে কমিশন, সেই প্রশ্নও তোলেন বিক্ষোভকারীরা।

এক বিক্ষোভকারীর বক্তব্য, “মুসলমানদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে। আমাদের এক-একজনের ২-৪ টে ছেলেমেয়ে রয়েছে। আমাদের অন্য দাদাদিদিদের হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে না। আমাদের ৬টা ছেলে হয়েছে বলে প্রমাণ দিতে বলছে।”