Bankura: সদর দরজার অবস্থা দেখেই সন্দেহ হয়েছিল, দৌড়ে দৌড়ে ঘরে ঢুকতেই মাথায় হাত সন্দীপের

Bankura: বাঁকুড়া সদর থানার উপরশোল গ্রামের বাসিন্দা সন্দীপ রায়। পেশায় তিনি সমৃদ্ধ কৃষক সন্দীপ রায়। সম্প্রতি, নিজের জমি বিক্রির প্রায় সাত লক্ষ টাকা নগদ নিজের ঘরেই রেখেছিলেন। ঘরের আলমারিতে সেই নগদ টাকার পাশাপাশি রাখা ছিল অলঙ্কারও।

Bankura: সদর দরজার অবস্থা দেখেই সন্দেহ হয়েছিল, দৌড়ে দৌড়ে ঘরে ঢুকতেই মাথায় হাত সন্দীপের
বাঁকুড়ায় হাড়হিম ঘটনা Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 24, 2025 | 2:01 PM

বাঁকুড়া: নিকট আত্মীয় গুরুতর অসুস্থ। খবর পেয়ে বাড়ি বন্ধ রেখে অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। যার কারণে ফাঁকাই ছিল ঘর। ব্যাস! আর কী,  সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দরজার তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বাঁকুড়া সদর থানার উপরশোল গ্রামের এই ঘটনায় সকাল থেকে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

বাঁকুড়া সদর থানার উপরশোল গ্রামের বাসিন্দা সন্দীপ রায়। পেশায় তিনি সমৃদ্ধ কৃষক সন্দীপ রায়। সম্প্রতি, নিজের জমি বিক্রির প্রায় সাত লক্ষ টাকা নগদ নিজের ঘরেই রেখেছিলেন। ঘরের আলমারিতে সেই নগদ টাকার পাশাপাশি রাখা ছিল অলঙ্কারও। এদিকে হঠাৎ করে গতকাল খবর আসে সন্দীপ রায়ের এক আত্মীয় গুরুতর অসুস্থ। অসুস্থ সেই আত্মীয়কে দেখতে নিজের ঘর তালা বন্ধ রেখে পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র যান তিনি। বাড়ি ফাঁকা থাকার সুযোগে মঙ্গলবার রাতে দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ টাকা ও অলঙ্কার লুঠ করে অবাধে চম্পট দেয় তারা। আজ সকালে ঘরের দরজার তালা ভাঙা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। চুরি হয়েছে বুঝতে পেরে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।

গৃহবধূ রুমা রায় বলেন, “আমাদের এই এলাকায় চুরি হতেই থাকে। এটা আমাদের নতুন বাড়ি। গতকাল ফাঁকা ছিল। আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। ঘর ফাঁকা থাকার জন্য চুরি হয়।”