বাঁকুড়া: সন্ধ্যা থেকে টানা তিন ঘণ্টা মেঘ ভাঙা বৃষ্টি। আর তাতেই ফের জলের তলায় চলে গেল রাজ্য সড়ক। এই ঘটনার জেরে রাতভর বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আরামবাগ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। ভোরের দিকে জল নামতে শুরু করায় যান চলাচল ফের শুরু হয়। এই ঘটনার জন্য এলাকার বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।
ঘূর্ণাবর্তের জেরে গত সপ্তাহে বুধবার থেকে প্রবল বৃষ্টি হয় বাঁকুড়া জেলায়। তার জেরে বৃহস্পতিবার বাঁকুড়ার কোতুলপুরের কাছে বিষ্ণুপুর আরামবাগ রাস্তায় নেতাজি মোড় থেকে মিল মোড় পর্যন্ত সড়ক জলের তলায় চলে যায়। ফলে ওই দিন বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে গুরুত্বপূর্ণ ওই সড়কে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সন্ধ্যা থেকে মেঘভাঙা প্রবল বৃষ্টি শুরু হয় কোতুলপুর ও সংলগ্ন এলাকায়।
রাত দশটা পর্যন্ত মুষলধারে চলে সেই বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই বিষ্ণুপুর আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে কোতুলপুর নেতাজি মোড় থেকে মিল মোড় পর্যন্ত এলাকার উপর দিয়ে বেগে বইতে থাকে জল। রাস্তার উপর দিয়ে কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর উচ্চতায় জল বইতে থাকায় সাময়িক ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে।
অনেকটা রাতে বৃষ্টির মাত্রা কমলে ধীরে ধীরে রাস্তার উপর থেকে নামতে শুরু করে জল। এরপর ভোর থেকে ওই রাস্তায় ঝুঁকি নিয়েই শুরু হয় যাতায়াত। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার নিকাশি নালাগুলি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলেই বারংবার এই পরিস্থিতি তৈরি হয়েছে।