Bankura: খেলতে-খেলতে হঠাৎ পড়ল জলে…, হাড়হিম ঘটনা বাঁকুড়ায়

Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে পরিবারের এক সদস্যর সঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল বছর তিনের সুপ্রিয়া বাউরি। আচমকাই সবার অলক্ষ্যে ওই শিশুকন্যা বাড়ির পাশেই থাকা একটি পুকুরে যায়।

Bankura: খেলতে-খেলতে হঠাৎ পড়ল জলে..., হাড়হিম ঘটনা বাঁকুড়ায়
বাঁকুড়ায় কী ঘটল?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 03, 2025 | 3:16 PM

বাঁকুড়া: বাড়ির পাশে ছিল পুকুর। অসাবধানবসত সেই পুকুরে পড়ে গেল এক শিশুকন্যা। জলে ডুবে মৃত্যু হল তাঁর। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার রাধানগর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম সুপ্রিয়া বাউরি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে পরিবারের এক সদস্যর সঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল বছর তিনের সুপ্রিয়া বাউরি। আচমকাই সবার অলক্ষ্যে ওই শিশুকন্যা বাড়ির পাশেই থাকা একটি পুকুরে যায়। তারপর সম্বিত ফিরতেই পরিবারের ওই সদস্য সুপ্রিয়াকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। সেই সময় বাড়ির পাশে থাকা পুকুরের জলে ওই শিশুকে হাবুডুবু খেতে দেখেন পরিবারের লোকজন।

তড়িঘড়ি ওই শিশুকে পুকুরের জল থেকে উদ্ধার করে স্থানীয় রাধানগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন। জলে ডুবে ওই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রমা বাউরি বলেন, “ও তো ঘরেই ছিল। হঠাৎ করে কী হল কে জানে। আমরা জানি বাড়িতেই আছে। কিন্তু কখন যে এমন ঘটনা ঘটল। আমাদের চোখের আড়ালে কখন যে পড়ে গেল। বুঝতেই পারলাম না।”