বাঁকুড়া: তৃণমূলের (TMC) গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত বাঁকুড়া (Bankura)। দলের অঞ্চল সভাপতি নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে দলের অন্দরে মতান্তরে বারবার বাঁকুড়া জেলা জুড়ে ক্রমশ তীব্রতর হচ্ছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রকাশ্যে মানতে না চাইলেও এই গোষ্ঠীকোন্দল সামাল দিয়ে পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বন্টন তৃণমূলের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। জনসংযোগ, স্বচ্ছ ভাবমূর্তি ও দলের সঙ্গে সংযোগ-এই তিনটির নিরিখেই টিকিট দেওয়া হবে বলছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু এই তিন নিরিখে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়ায় কী সামাল দেওয়া যাবে তৃণমূলের দলীয় কোন্দল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পুরসভা নির্বাচনে দলের টিকিট নিয়ে তুমুল গোষ্ঠীকোন্দলের মুখে পড়েছিল তৃণমূল। সেই কোন্দল সামলাতে রীতিমতো ঘাম ছুটেছিল দলের বাঁকুড়া জেলা নেতৃত্বের। প্রকাশ্যে দলের বিরোধীতায় ক্ষোভ বিক্ষোভের ঘটনা যেমন ঘটেছিল, তেমনই বহু চেষ্টা সত্ত্বেও টিকিট না পাওয়া দলের বিক্ষুব্ধদের নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার রাস্তা থেকে সরাতে পারেনি তৃণমূলের জেলা নেতৃত্ব।
নির্বাচনে গোষ্ঠীকোন্দলের সেই মূল্য দিতেও হয় তৃণমূলকে।
বাঁকুড়া ও বিষ্ণুপুর পুরসভায় একাধিক আসনে তৃণমূলের দলীয় প্রার্থীকে হারিয়ে জয়ী হয় বিক্ষুব্ধ নির্দল প্রার্থীরা। পুরসভা নির্বাচনের সেই ছবিরই কী পুনরাবৃত্তি ঘটতে চলেছে পঞ্চায়েত নির্বাচনে। অঞ্চল সভাপতি ঘোষণা নিয়ে বাঁকুড়া জেলায় যেভাবে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এসেছে, তাতে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনই রীতিমত চ্যালেঞ্জের। অন্তত আড়ালে স্বীকার করে নিচ্ছেন তৃণমূল নেতৃত্বও।
তৃণমূল জেলা নেতাদের দাবি, যে সমস্ত কর্মীদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, দল ও গ্রামের মানুষের মধ্যে ভালো সংযোগ রয়েছে, তাঁদেরকেই দলের টিকিট দেওয়া হবে।