Bankura: জনমত সমীক্ষা করতে গিয়ে পুলিশের জালে দুই মহিলা! কেন?

Bankura: সম্প্রতি তৃণমূলের তরফে রাজ্য নেতৃত্ব সার্কুলার জারি করে দলীয় কর্মীদের সতর্ক করে জানায় সমীক্ষার নাম করে গ্রাম ও শহরে একদল লোক বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। সন্দেহজনক তেমন কিছু দেখলে প্রয়োজনে পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্যও দলীয় নির্দেশ দেওয়া হয়।

Bankura: জনমত সমীক্ষা করতে গিয়ে পুলিশের জালে দুই মহিলা! কেন?
জনমত সমীক্ষা করতে গিয়ে ধৃত Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 26, 2025 | 1:16 PM

বাঁকুড়া:  শহরে জনমত সমীক্ষা করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়ল সমীক্ষক দলের দুই মহিলা সহ পাঁচ জন। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্য ভুয়ো পরিচয় দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

সম্প্রতি তৃণমূলের তরফে রাজ্য নেতৃত্ব সার্কুলার জারি করে দলীয় কর্মীদের সতর্ক করে জানায় সমীক্ষার নাম করে গ্রাম ও শহরে একদল লোক বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। সন্দেহজনক তেমন কিছু দেখলে প্রয়োজনে পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্যও দলীয় নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের পরেই বাঁকুড়া শহরে ধরা পড়ে সমীক্ষক দলের দুই মহিলা সহ পাঁচ সদস্য। জানা গিয়েছে,  পাঁচ সদস্যের ওই সমীক্ষক দল বাঁকুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে গতকাল সমীক্ষার কাজ করতে যান।

বিষয়টি নজরে পড়তেই তৃণমূলের স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদক তড়িঘড়ি ঘটনাটি বাঁকুড়া সদর থানায় জানান। এরপরই ওই পাঁচ জনকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। সোমবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি পুর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে। বাকিদের বাড়ি বাঁকুড়া জেলায়।

যদিও ধৃতদের দাবি, তাঁরা একটি বেসরকারি সমীক্ষক সংস্থার কর্মী হিসাবে বাঁকুড়া শহরের ওই ওয়ার্ডে কাজে গিয়েছিলেন। সেখানেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সঠিক কী অভিযোগ রয়েছে তা জানেন না বলেও জানিয়েছেন ধৃতেরা।