Bankura: মুসলিম ভাইদের ফোঁটা দিলেন পুলিশ দিদিরা!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2021 | 3:52 PM

Bhai Phonta : মুসলিম এক ভাই জানালেন, আমাদের এলাকায় আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকি কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আগে আমাদের ছিল না।

1 / 5
জেলায় সম্প্রীতির ভাইফোঁটা। পুলিশকর্মীদের হাত থেকে ফোঁটা নিলেন মুসলিম ভাইরা।স্বাভাবিক ভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত সকলে।

জেলায় সম্প্রীতির ভাইফোঁটা। পুলিশকর্মীদের হাত থেকে ফোঁটা নিলেন মুসলিম ভাইরা।স্বাভাবিক ভাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত সকলে।

2 / 5
কর্মসূত্রে সমস্ত পুলিশ আধিকারিকরা সিমলাপাল থানায় রয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি বিভিন্ন জেলাতে। কালীপুজোর সময় যে ডিউটির চাপে বাড়ি যাওয়া হয় না অনেকের।

কর্মসূত্রে সমস্ত পুলিশ আধিকারিকরা সিমলাপাল থানায় রয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি বিভিন্ন জেলাতে। কালীপুজোর সময় যে ডিউটির চাপে বাড়ি যাওয়া হয় না অনেকের।

3 / 5
সেই কারণে ভাইফোঁটায় যাতে তাঁদের মুখ ভার না হয় ,সেই কারণেই সিমলাপাল থানার ভারপ্রাপ্ত আইসি তাপস কুমার দত্ত এই ভাইফোঁটার আয়োজন করেছেন বলেই জানালেন।

সেই কারণে ভাইফোঁটায় যাতে তাঁদের মুখ ভার না হয় ,সেই কারণেই সিমলাপাল থানার ভারপ্রাপ্ত আইসি তাপস কুমার দত্ত এই ভাইফোঁটার আয়োজন করেছেন বলেই জানালেন।

4 / 5
মুসলিম এক ভাই জানালেন, আমাদের এলাকায় আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকি কিন্তু এ ধরনের অভিজ্ঞতা আগে আমাদের ছিল না।

মুসলিম এক ভাই জানালেন, আমাদের এলাকায় আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকি কিন্তু এ ধরনের অভিজ্ঞতা আগে আমাদের ছিল না।

5 / 5
যেখানে হিন্দুদের বোনেরা আমাদের ভাইফোঁটা দেবে আমরা আজ সেই ফোঁটা পেয়ে খুব আনন্দিত আর ধন্যবাদ জানিয়েছেন থানার পুলিশদের। পাশাপাশি বোনদের জন্য গিফট উপহার তুলে দিলেন।

যেখানে হিন্দুদের বোনেরা আমাদের ভাইফোঁটা দেবে আমরা আজ সেই ফোঁটা পেয়ে খুব আনন্দিত আর ধন্যবাদ জানিয়েছেন থানার পুলিশদের। পাশাপাশি বোনদের জন্য গিফট উপহার তুলে দিলেন।

Next Photo Gallery