Bankura: ‘হাত ঢুকিয়ে পেট থেকে বের করে আনা হবে তোলাবাজির টাকা’, তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
BJP MLA slams TMC: বিজেপির পরিবর্তন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক হুঙ্কারের সুরে বলেন, "তৃণমূলের বন্ধুরা আপনারা আমার শত্রু নন। আপনারা সময় থাকতে বিজেপির পতাকার তলে চলে আসুন। ২০২৬-র নির্বাচনে আপনারা উন্নয়ন দাঁড় করিয়ে উদ্ধার হতে পারবেন না। ২০২৬-র নির্বাচনে বদল হবে, বদলাও হবে।"

বাঁকুড়া: বিধানসভা নির্বাচনের আর মাস পাঁচেক বাকি। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিজেপি নেতারা বলছেন, ছাব্বিশে বদলাও হবে, বদলও হবে। এবার সেই কথার পাশাপাশি তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বললেন, গলায় হাত ঢুকিয়ে পেট থেকে বের করে আনা হবে তোলাবাজির টাকা। শুক্রবার বাঁকুড়ার পুয়াবাগান মোড়ে পরিবর্তন সভা থেকে এই হুঙ্কার দেন বিজেপি বিধায়ক। তাঁর এই হুঁশিয়ারিকে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য, হতাশ হয়ে উসকানি দিচ্ছেন বিজেপি বিধায়ক।
বিতর্কিত মন্তব্যের জন্য এর আগে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল তাঁর মুখে। গতকাল রাতে বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় বিজেপির পরিবর্তন সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি হুঙ্কারের সুরে বলেন, “তৃণমূলের বন্ধুরা আপনারা আমার শত্রু নন। আপনারা সময় থাকতে বিজেপির পতাকার তলে চলে আসুন। ২০২৬-র নির্বাচনে আপনারা উন্নয়ন দাঁড় করিয়ে উদ্ধার হতে পারবেন না। ২০২৬-র নির্বাচনে বদল হবে, বদলাও হবে। বিভিন্ন প্রকল্পের যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, গলায় হাত ঢুকিয়ে পেট থেকে সেই টাকা বের করে আনবে বিজেপি। এতদিন আপনারা অনেক চুরি, জোচ্চুরি, তোলাবাজি, মস্তানি, মিথ্যা মামলা করেছেন। এর বদলা হবেই।”
পরে নিজের বক্তব্যের সমর্থনে বিজেপি এই বিধায়ক বলেন, ” আমাদের কর্মীদের বিভিন্ন সময়ে খুন করেছে। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। আমরাও রক্ত মাংসের মানুষ। তাই আঘাত করতে এলে এবার পদাঘাত করা হবে।”
বিজেপি বিধায়কের এই মন্তব্যকে উস্কানিমূলক মন্তব্য বলে দাবি করে তৃণমূলের বাঁকুড়া শহর সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “বাঁকুড়া বিধানসভায় বিজেপি পায়ের তলার মাটি হারিয়েছে। আর সেই হতাশায় এই ধরনের মন্তব্য করছেন বিজেপি বিধায়ক।”
