Bankura: হঠাৎ হাসপাতালের রান্নাঘরে ঢুকে পড়লেন BJP বিধায়ক, তারপরই…

রাজ্যের বিভিন্ন হাসপাতালের খাবারের মান নিয়ে আকছাড় প্রশ্ন ওঠে। সেই মতো বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজেও রোগীদের দেওয়া খাবারের মান নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে।

Bankura: হঠাৎ হাসপাতালের রান্নাঘরে ঢুকে পড়লেন BJP বিধায়ক, তারপরই...
মেডিক্যাল কলেজের ভিতরে বিজেপি বিধায়কImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 04, 2025 | 12:09 PM

বাঁকুড়া: মাস কয়েক আগের ঘটনা। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে গিয়ে রোগীদের খাবারে দেওয়া মাছের আকার নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা বাঁকুড়া মেডিক্যাল কলেজের রান্নাঘরে হানা দিয়ে খাবারের মান নিয়ে ক্ষোভ উগরে দিলেন। বিধায়ক নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে সেই ভিডিয়ো তুলে ধরতেই ভাইরাল (টিভি৯ বাংলা এই সত্যতা যাচাই করেনি) হয়ে যায়। বিধায়ক নিলাদ্রী শেখর দানার এমন কাণ্ডের কড়া সমালোচনা করেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বিধায়ক ভোটের মুখে রাজনীতি করতেই এমন কীর্তি করেছেন কটাক্ষ তৃণমূলের।

রাজ্যের বিভিন্ন হাসপাতালের খাবারের মান নিয়ে আকছাড় প্রশ্ন ওঠে। সেই মতো বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজেও রোগীদের দেওয়া খাবারের মান নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে। এবার সরাসরি মেডিক্যাল কলেজের কেন্দ্রীয় রান্নাঘরে হাজির হয়ে সেই অভিযোগ তুললেন খোদ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। জানা গিয়েছে, বাঁকুড়ার বিজেপি বিধায়ক হঠাৎ দুপুরে আচমকাই হানা দেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের কেন্দ্রীয় রান্নাঘরে। সেখানে হানা দিয়ে রান্নাঘরের খাবারের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

হাসপাতালের রান্নাঘরে বিধায়ক ভিডিয়ো করেন। তারপর নিজের সামাজিক মাধ্যমে তুলে ধরেন। আর তাতেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। হাসপাতালের খাবারের মান নিয়ে এক শ্রেণির নেটাগরিক যেমন তীব্র সমালোচনা করেন, তেমনই অনেকে হাসপাতালের রান্নাঘরে বিধায়কের এভাবে প্রবেশাধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন। বিধায়ক নিজে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে চাননি। তবে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, অনুমতি ছাড়া এভাবে মেডিক্যাল কলেজের রান্নাঘরে প্রবেশ করা বেআইনি। সুপার অর্পণ গোস্বামী বলেন, “”

বাঁকুড়ার সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায় বলেন, ” “