বাঁকুড়া: মনোনয়নের জমার তৃতীয় দিন। সেইদিনও ঝরল রক্ত, অশান্তি রইল অব্যাহত। সোমবার বাঁকুড়ার (Bankura) সোনামুখীতে দলীয় বিজেপি প্রার্থীর মনোনয়ন জমার সময় আচমকাই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনকী বিধায়ককেও হেনস্থা করা হয়েছে বলে খবর। পদ্ম শিবিরের দাবি, কোথাও-কোথাও ভয় দেখিয়ে বিরোধীদের মনোনয়ন জমাই দিতে দেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে পথ অবরোধ গেরুয়া শিবিরের।
এ দিন বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় বাঘাজল মোড়ের কাছে রীতিমতো রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর সঙ্গে রয়েছেন অন্য নেতা কর্মীরা। সৌমিত্র বলেন, “নির্বাচন কমিশনার হাবা-কানা লোক। আমাদের নমিনেশন করতে দিচ্ছে না। বিডিও-রা ভুলভাল ফর্ম দিচ্ছে। আজকে জয়পুরে আমাদের কর্মীদের হার্মাদ বাহিনীরা আটকাচ্ছে। সোনামুখীতে বিডিওর উপর আক্রমণ হয়েছে। কতুলপুরে বিধায়কের উপর হামলা হয়েছে। এটা কীভাবে সম্ভব? আমি নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করব যাতে বিষ্ণুপুর সাব ডিভিশনে নমিনেশন করতে দেওয়া হয়। পুলিশ-বিডিও-তৃণমূল কংগ্রেস প্রত্যেকে জড়িত।”
এরপর শান্ত সুরে বিজেপি সাংসদ বলেন, “ভোটে হারা-জেতা যাই থাকুক। মানুষকে অন্তত ভোটটা দিতে দিক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই মমতাদি একদিন আমি আপনার দল করতাম। এই শিক্ষা কি দিয়েছেন সবাইকে, যাতে নমিনেশন জমা দিতে না পারে?” পরবর্তীতেই হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতা বলেন, “এর শেষ দেখে ছাড়ব। তৃণমূলের যাঁরা এই কাজ করছেন তাঁদের ব্যবস্থা করব।”