বাঁকুড়া: আবারো বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর দলবদল নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনের আগে কি কংগ্রেসে যোগ দিতে চলছেন সাংসদ? শুক্রবার কংগ্রেসের আয়োজিত একটি স্মরণসভা ও রক্তদান শিবিরের অনুষ্ঠানে সৌমিত্রর উপস্থিতি সেই বিতর্কই আরও একবার উস্কে দিয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের রাজনৈতিক মহলে। তবে দলবদল প্রসঙ্গে কী বলছেন সৌমিত্র?
প্রসঙ্গত, এক বছর আগে প্রয়াত কংগ্রেস নেতা তড়িৎ কুমার কোলের স্মৃতিতে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সিহড় এলাকায় শুক্রবার কংগ্রেস একটি স্মরণসভা ও রক্তদান শিবিরের আয়োজন করে। সেই সভামঞ্চে কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি দেখা যায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে। শুধু তাই নয়, মঞ্চে কংগ্রেস নেতাদের সঙ্গেও গল্প করতে দেখআ যায় তাঁকে। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সৌমিত্র খাঁ-এর দলবদলের জল্পনা ছড়িয়ে পড়ে।
বস্তুত, এর আগে একাধিকবার সৌমিত্র খাঁ-কে দলবদল করতে দেখা গিয়েছে। ২০১১ সালে কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে তিনি শিবির বদলে ঘাসফুলে যান। তৃণমূলের টিকিটে ২০১৪ সালে বিষ্ণুপুর লোকসভা থেকে জিতে তিনি সাংসদ হন। কিন্তু সেখানেও স্থায়ী হয়নি তাঁর অবস্থান। ২০১৯-এর লোকসভার আগে ফের শিবির বদলে তিনি পদ্মে যোগ দেন। আপাতত বিজেপিরই সাংসদ রয়েছেন সৌমিত্র। ফের বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাহলে কি তার আগে ফের সৌমিত্র খাঁর দলবদলের ইঙ্গিত এই ছবিগুলি? প্রশ্ন উঠছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের এও মত স্মরণসভা অনুষ্ঠানে যোগ দেওয়া মানেই দলবদলের ইঙ্গিত নয়। এ দিকে,দলবদলের জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন সাংসদ নিজে। তাঁর বক্তব্য, যাঁর স্মৃতিতে এই স্মরণসভা তিনি কাছের মানুষ হওয়াতেই সেখানে হাজির ছিলেন। সৌমিত্র বলেন, “তড়িৎ কোলে দীর্ঘদিন এই এলাকার দাপুটে নেতা ছিলেন। তাঁর সঙ্গে আবার সম্পর্ক ভাল ছিল। তাই ওনার স্মৃতির উদ্দেশ্যে একটি রক্তদান শিবির ছিল। সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। এটা কোনও অন্যায় নয়।”
যদিও, কংগ্রেস জানিয়েছে দলবদল করলে তাঁকে স্বাগত। প্রদেশ কংগ্রেসের সদস্য দেবু চট্টোপাধ্যায় বলেন, “এটা কোনও যোগদানের বিষয় নয়। সাংসদ হিসাবে সৌমিত্রবাবুকে স্বাগত। আর কেউ যদি যোগদান করতে চায় তাহলে স্বাগত।” তবে এই ঘটনায় তৃণমূল রাজনীতির গন্ধ পাচ্ছে। তাদের দাবি বিজেপিতে আমল না পেয়ে দলবদলের কথা ভাবছেন সৌমিত্র খাঁ। তৃণমূলে ঠাঁই না পেয়ে এখন তিনি হয়তো কংগ্রেসে ফেরার কথা ভাবছেন।