বাঁকুড়া: শুক্রবার দীর্ঘ চার মাস পর বৃষ্টির দেখা পান বাঁকুড়াবাসী। রাত নামতেই দমকা ঝড় আর সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যায়। জেলার কিছু এলাকায় হালকা শিলাবৃষ্টিও হয়েছে। এ দিকে, ঝড়ের দাপটে উড়ে যায় বিজেপি দলীয় কার্যালয়। ঘটনাটি বাঁকুড়ার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর এলাকায়। তবে হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সূত্রে খবর, বিজেপির দলীয় কার্যালয়ের চাল বাতাসে উড়ে গিয়ে একটি বাড়ি উপরে পড়ে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় ওই বাড়িটিও।
গতকাল সন্ধ্যায় বাঁকুড়া জেলা জুড়ে কালবৈশাখীর ঝড় শুরু হয়। কিছু এলাকায় হালকা বৃষ্টি ও শিলা বৃষ্টি হয়। ঝড়ের তান্ডব এতটাই ছিল যে নিত্যানন্দপুর এলাকায় থাকা বিজেপির একটি দলীয় কার্যালয়ের টিনের চাল উড়ে গিয়ে পড়ে পার্শ্ববর্তী একটি গৃহস্থের চালে। লন্ডভন্ড হয়ে যায় ওই দলীয় কার্যালয়টি। স্থানীয় বিজেপি কর্মী বলেন, “গতকাল রাষ্ট্রপতি ভাষণের উপর আমাদের মিটিং ছিল। সেই মিটিং সেরে আমরা বাড়ি চলে যাই। তারপরই ঝড় ওঠে। কালবৈশাখী ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিজেপি কার্যালয়ের চাল উড়ে গিয়ে পাশের বাড়ি পড়ে। তবে আমরা কেউ না থাকায় কারোর কিছু হয়নি।”
প্রসঙ্গত, আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে গতকাল বৃষ্টি নাম বাঁকুড়ায়। শুধু বাঁকুড়া নয়, স্বস্তির বৃষ্টি নামে দুর্গাপুরেও। শুক্রবার সন্ধ্যেয় হালকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি শুরু হয় শহরে। তবে বৃষ্টির দাপট খুব একটা বেশি না থাকলেও এক পসলা বৃষ্টিতেই তাপমাত্রার পারা অনেকটাই নিম্নমুখী। স্বস্তি মেলে শহরবাসীর।