Subhas Sarkar: স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে পার্টি অফিসেই তালাবন্দি করলেন BJP কর্মীরা

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 12, 2023 | 7:05 PM

Subhas Sarkar: গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। মিটিং চলাকালীন আচমকাই সেখানে হাজির হন বিজেপি-র কয়েকজন কর্মী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে যে কক্ষে বৈঠক চলছিল সেই কক্ষের দরজায় তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।

Subhas Sarkar: স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে পার্টি অফিসেই তালাবন্দি করলেন BJP কর্মীরা
সুভাষ সরকারকে তালাবন্ধ করে বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: দলের কর্মীদেরই বিক্ষোভের শিকার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুভাষ সরকার। বিজেপি-র কার্যালয়ে তাঁকে তালাবন্দি করে রেখে বিক্ষোভ বিজেপির একাংশের। শুধু তাই নয়, বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলকেও হেনস্থা ও মারধরের অভিযোগ। যার জেরে বিজেপি জেলা কার্যালয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে সিআইএসএফের বিরাট বাহিনী মন্ত্রীকে এসে দলীয় কার্যালয় থেকে উদ্ধার করে নিয়ে যায়।

গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। মিটিং চলাকালীন আচমকাই সেখানে হাজির হন বিজেপি-র কয়েকজন কর্মী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে যে কক্ষে বৈঠক চলছিল সেই কক্ষের দরজায় তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। শুরু হয় ব্যাপক গণ্ডগোল।

ক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, সুভাষ সরকার দল পরিচালনার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছেন। কাছের লোকেদের দলের পদ পাইয়ে দেওয়া হচ্ছে। ‘সুভাষ সরকার দূর হটো’ স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে আক্রান্ত হন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির জেলা নেতৃত্বের দাবি বিক্ষোভকারীরা কেউই বিজেপির কর্মী নন। তৃণমূলের উস্কানিতে বিক্ষোভকারীরা এই কাণ্ড করেছে। বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এই বিষয়ে সব তথ্য নেই আমাদের কাছে। এটা অস্বস্তিকর ঘটনা। লজ্জাজনক। কী পরিস্থিতিতে এই ঘটনা। কেনই বা পুলিশ এসেছে । এই সম্পর্কে আমাদের কাছে তেমন কোনও তথ্য নেই। গোট বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Next Article