Potato Price: ফের ভিন রাজ্যে আলু রফতানিতে বাধা, রাস্তায় বস্তা বস্তা আলু ফেলে বিক্ষোভে আলু চাষীরা

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Aug 06, 2024 | 1:16 PM

Potato Price: ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগে এর আগে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই কর্মবিরতির জেরে সপ্তাহ দুই আগে রাজ্যজুড়ে ক্রমশ তীব্র হয়েছিল আলুর সঙ্কট।

Potato Price: ফের ভিন রাজ্যে আলু রফতানিতে বাধা,  রাস্তায় বস্তা বস্তা আলু ফেলে বিক্ষোভে আলু চাষীরা
পথে নামলেন চাষীরা
Image Credit source: Facebook

Follow Us

বাঁকুড়া: আলু নিয়ে চাপানউতোর চলছেই। এখনও দামে লাগেনি লাগাম। ভিন রাজ্যে আলু রফতানিতে উঠেছে দেওয়াল। অভিযোগ, বাধা দিচ্ছে রাজ্য। এই পরিস্থিতিতে ফের সুর চড়াচ্ছেন আলু চাষীরা। প্রতিবাদে ৬০ নম্বর জাতীয় সড়কে বস্তা বস্তা আলু ফেলে প্রতিবাদে সামিল হলেন জেলার আলু চাষী ও সংরক্ষণকারীরা।  ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বাঁকাদহ বৈতল মোড়ে। 

ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগে এর আগে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই কর্মবিরতির জেরে সপ্তাহ দুই আগে রাজ্যজুড়ে ক্রমশ তীব্র হয়েছিল আলুর সঙ্কট। সেই ঘটনার পর রাজ্য সরকারের তরফে ভিন রাজ্যে আলু সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সম্প্রতি ফের রাজ্যের সীমানাগুলিতে আলু রপ্তানির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই অভিযোগকে সামনে রেখেই এবার ফের জোরদার আন্দোলনে নামল আলু চাষী ও ব্যবসায়ীরা। 

এদিন বাঁকুড়ার বাঁকাদহ বৈতল মোড়ে রাস্তায় বস্তা বস্তা আলু ফেলে বিক্ষোভে সামিল হলেন প্রচুর আলু চাষী, ব্যবসায়ী ও সংরক্ষণকারীরা। অবিলম্বে সমস্যা না মিটলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।  

Next Article