Mukutmanipur: সাতসকালেই ‘মহড়া’ বাঁকুড়ার ছোটখাটো ‘স্প্যানিশ আর্মাডার’! দল বেঁধে কোথায় চলেছে ওরা?

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Jan 19, 2025 | 12:16 PM

Mukutmanipur: মুকুটমণিপুর জলাধারে এই নৌকা চালিয়ে জীবন যাপন করেন কমবেশি ৪০০টি পরিবার। ২০০ টিরও বেশি নৌকা রয়েছে মুকুটমণিপুরে। তবে তার একটা বড় অংশই ইঞ্জিন চালিত। হাতে টানা নৌকা রয়েছে ৫০টির কাছাকাছি।

Mukutmanipur: সাতসকালেই ‘মহড়া’ বাঁকুড়ার ছোটখাটো ‘স্প্যানিশ আর্মাডার’! দল বেঁধে কোথায় চলেছে ওরা?
ছুটে এলেন অসংখ্য পর্যটক
Image Credit source: TV 9 Bangla

Follow Us

মুকুটমণিপুর: বছরের অন্য সময় তো বটেই, শীত এলেই বাংলার পর্যটকদের অনেকেই ছুটে আসেন রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র বাঁকুড়ার মুকুটমণিপুরে। এক ছাতার তলায় পাহাড় জল আর জঙ্গলের অপূর্ব স্বাদ নিতে প্রতি বছর রাজ্যের তো বটেই ভিন রাজ্যেরও বহু পর্যটক ছুটে আসেন বাঁকুড়ার মুকুটমণিপুরে। সেই মুকুটমণিপুরের পর্যটনে এবার যোগ হল নতুন পালক। জলাধারের নৌকা চালকদের উৎসাহ দেওয়ার পাশাপাশি পর্যটক টানতে মুকুটমণিপুরে প্রথমবার আয়োজিত হল নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মুকুটমনিপুর জলাধারের নীল জলে ভাসল প্রায় ৫০টি নৌকা। একেবারে চোখ ধাঁধানো সৌন্দর্য। 

বাঁকুড়ার মুকুটমনিপুরে পর্যটনের অন্যতম আকর্ষণ নৌকাবিহার। জলাধারের নীল জলে নৌকা চড়ে পর্যটকেরা ঘুরে বেড়ান জলাধারের অপর পাড়ে থাকা পরেশনাথ পাহাড়, ডিয়ার পার্ক,  সবুজ দ্বীপ, মুসাফিরানায়। মুকুটমণিপুর জলাধারে এই নৌকা চালিয়ে জীবন যাপন করেন কমবেশি ৪০০টি পরিবার। ২০০ টিরও বেশি নৌকা রয়েছে মুকুটমণিপুরে। তবে তার একটা বড় অংশই ইঞ্জিন চালিত। হাতে টানা নৌকা রয়েছে ৫০টির কাছাকাছি। 

মুকুটমণিপুর জলাধারের এই নৌকাবিহারকে আরও আকর্ষণীয় করতে এবং নৌকাজীবীদের উৎসাহ দিতে এবারই প্রথম মুকুটমনিপুর মেলার উদ্যোক্তাদের উদ্যোগে শুরু হল নৌকা বাইচ প্রতিযোগিতা। জলাধারের একপ্রান্ত থেকে নৌকাঘাট পর্যন্ত প্রায় ৩ কিমি জলপথে দুটি বিভাগে ভাগ করে মোট ৫০ টি দাঁড় টানা নৌকা অংশ নিল বাইচ প্রতিযোগিতায়। একইসঙ্গে এতগুলি সুসজ্জিত নৌকার এমন প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য পর্যটকও। মেলা উদ্যোক্তাদের এমন পদক্ষেপে ভাল সাড়া মেলায় খুশি নৌকা চালক থেকে শুরু করে পর্যটকেরা। 

Next Article