Darkeshwar River: তল্লাশি চালাচ্ছিল সিভিল ডিফেন্সের কর্মীরা, শেষ পর্যন্ত দারকেশ্বর থেকে উদ্ধার অর্কদীপ-পরমেশ্বরের দেহ, এখনও নিখোঁজ সায়ন

Darkeshwar River: মঙ্গলবার দুপুরে স্কুল পালিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ৮ থেকে ৯ জন পড়ুয়ার একটি দল সাইকেলে করে দারকেশ্বর নদের ষাড়েশ্বর শিব মন্দির লাগোয়া সুভাষপল্লী ঘাটে যায়। সেখানেই ঘটে এই ঘটনা।

Darkeshwar River: তল্লাশি চালাচ্ছিল সিভিল ডিফেন্সের কর্মীরা, শেষ পর্যন্ত দারকেশ্বর থেকে উদ্ধার অর্কদীপ-পরমেশ্বরের দেহ, এখনও নিখোঁজ সায়ন
একজনের খোঁজে এখনও চলছে তল্লাশি Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 25, 2025 | 1:09 PM

বাঁকুড়া: দারকেশ্বরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া তিন পড়ুয়ার মধ্যে দুই পড়ুয়ার দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। গতকালের পর এদিন ভোর থেকে নিখোঁজ তিন পড়ুয়ার খোঁজে দারকেশ্বর নদে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তল্লাশি চলাকালীন দুর্ঘটনাস্থল থেকে প্রায় বেশ কিছুটা দূরে দুই পড়ুয়ার দেহ দেখতে পান বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। শেষ পর্যন্ত মেলে দু’টি দেহের খোঁজ। তবে একজনের খোঁজ এখনও পাওয়া যায়নি। তাঁর খোঁজেও চলছে জোরদার তল্লাশি। 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে স্কুল পালিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ৮ থেকে ৯ জন পড়ুয়ার একটি দল সাইকেলে করে দারকেশ্বর নদের ষাড়েশ্বর শিব মন্দির লাগোয়া সুভাষপল্লী ঘাটে যায়। অন্যান্যরা পাড়ে থাকলেও নবম শ্রেণীর তিন পড়ুয়া অর্কদীপ দাস, সায়না চট্টোপাধ্য়ায় ও পরমেশ্বর মিশ্র নদের জলে নেমে সাঁতার কাটতে থাকে। সাঁতার কাটার সময় আচমকাই নদের গভীর চলে যায়। সঙ্গেই সঙ্গেই তলিয়ে যায় তিনজন। সহপাঠীরা তিন জনকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয়রাও চেষ্টা চালান। 

খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নামিয়ে নিখোঁজ তিন পড়ুয়ার সন্ধান শুরু করে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় আট ঘণ্টা দারকেশ্বরের বুকে তল্লাশি চালালেও নিখোঁজদের কোনও খোঁজ মেলেনি। এদিন ভোরের আলো ফুটতেই ফের নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি তল্লাশিতে যোগ দেয় আসানসোলের সেভেন ব্যাটেলিয়ানের সিভিল ডিফেন্সের কর্মীরাও। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা নিচের দিকে নদীর জলে এক পড়ুয়ার মাথা ভাসতে দেখা যায়। দ্রুত ওই পড়ুয়ার দেহ উদ্ধারের কিছুক্ষণের মধ্যে আরও বেশ কিছুটা দূরে অপর এক পড়ুয়ার দেহ দেখা যায়। একজন অর্কদীপ, অন্যজন পরমেশ্বর। তবে সায়নের খোঁজ এখনও মেলেনি। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।