Dwarakeswar River: এক মাসে ৮ মৃত্যু! ফের সেই দ্বারকেশ্বর থেকেই উদ্ধার আরও এক মহিলার দেহ

Dwarakeswar River: বিষ্ণুপুর থানার দমদমা ফেরি ঘাটে স্থানীয় নৌকা চালকেরা দ্বারকেশ্বর নৌকা চালানোর সময় দেখেন জলের স্রোতে এক মহিলার দেহ ভেসে যাচ্ছে। তড়িঘড়ি তাঁরা নৌকার সাহায্যে মৃতদেহটিকে পাড়ের কাছে নিয়ে আসেন।

Dwarakeswar River: এক মাসে ৮ মৃত্যু! ফের সেই দ্বারকেশ্বর থেকেই উদ্ধার আরও এক মহিলার দেহ
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 20, 2025 | 11:06 AM

বাঁকুড়া: ফের দ্বারকেশ্বর নদ থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। এদিন সকালে বিষ্ণুপুর থানার অন্তর্গত দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে জলে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় ফেরিঘাটের নৌকা চালকেরা। তাঁরাই মৃতদেহটিকে ঘাটের কাছে এনে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিক অনুমান নদের জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই মহিলার। এই নিয়ে গত একমাসে দ্বারকেশ্বর নদের জলে ডুবে বাঁকুড়া জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জন। 

পরপর নিম্নচাপ ও ভারী বৃষ্টির জেরে বাঁকুড়ার অন্যান্য নদীগুলির মতোই দ্বারকেশ্বর নদ বর্ষার শুরু থেকেই বইছে দুকূল ছাপিয়ে। কখনও স্নান করতে নেমে, আবার কখনও নদীর পাড় দিয়ে হেঁটে যাতায়াতের সময় আচমকা পা পিছলে নদীর জলে পড়ে একের পর এক মৃত্যুর ছবি দেখা গিয়েছে। 

এদিন সকালে বিষ্ণুপুর থানার দমদমা ফেরি ঘাটে স্থানীয় নৌকা চালকেরা দ্বারকেশ্বর নৌকা চালানোর সময় দেখেন জলের স্রোতে এক মহিলার দেহ ভেসে যাচ্ছে। তড়িঘড়ি তাঁরা নৌকার সাহায্যে মৃতদেহটিকে পাড়ের কাছে নিয়ে আসেন। পরে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মালা শীট। বাড়ি বাঁকুড়ার ওন্দা থানার আলিঠা গ্রামে। বছর ষাটেকের ওই মহিলা স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে যান বলে প্রাথমিক অনুমান পুলিশের।