Bankura: ধাক্কা মারার পর ব্যবসায়ীকে হিঁচড়ে নিয়ে গেল নীল বাতি গাড়ি!

Bankura Accident: পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের নীল বাতি লাগানো একটি বোলেরো গাড়ি বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিক থেকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। এইসময় কদমাঘাটি এলাকায় রাস্তার ধারে থাকা একটি দোকানে দুধ দিয়ে নিমাই সাইনি নামের স্থানীয় জামকানালি গ্রামের এক দুধ ব্যবসায়ী নিজের মোপেড নিয়ে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে উঠছিলেন।

Bankura: ধাক্কা মারার পর ব্যবসায়ীকে হিঁচড়ে নিয়ে গেল নীল বাতি গাড়ি!
এলাকায় উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 06, 2025 | 6:43 PM

বাঁকুড়া:  দুধ ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে প্রায় ৪০ ফুট রাস্তা হিঁচড়ে নিয়ে গেল নীল বাতি লাগানো গাড়ি। ঘটনায় গুরুতর আহত হলেন ওই দুধ ব্যবসায়ী। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের কদমাঘাটি এলাকায়। ঘটনায় আশঙ্কাজনক ভাবে আহত দুধ ব্যবসায়ীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নীল বাতি লাগানো গাড়ি আটকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের নীল বাতি লাগানো একটি বোলেরো গাড়ি বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিক থেকে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। এইসময় কদমাঘাটি এলাকায় রাস্তার ধারে থাকা একটি দোকানে দুধ দিয়ে নিমাই সাইনি নামের স্থানীয় জামকানালি গ্রামের এক দুধ ব্যবসায়ী নিজের মোপেড নিয়ে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে উঠছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নীল বাতি গাড়িটি প্রথমে ওই দুধ ব্যবসায়ীর মোপেডে ধাক্কা দিলে দুধ ব্যবসায়ী রাস্তায় পড়ে যান। এরপর ওই দুধ ব্যবসায়ীকে মোপেড সহ প্রায় ৪০ ফুট রাস্তা হিঁচড়ে টেনে নিয়ে যায় নীল বাতি লাগানো গাড়িটি। ঘটনায় গুরুতর জখম হন ওই দুধ ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এদিকে ওই রাস্তায় গাড়িতে নীল বাতি লাগিয়ে বেপরোয়া যান চলাচলের প্রতিবাদে এবং আহতর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর বাঁকুড়া সদর থানা ও ট্রাফিক পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দাবিপূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে। এই অবরোধের জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে প্রবল যানজট তৈরি হয়।