Bankura Chaos: মনসা পুজোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ঝামেলা, মার খেতে হল পুলিশকেই!

Bankura Police Attacked: অভিযোগ, এই সময় কর্তব্যরত পুলিশকে ধাক্কা ও মারধর করে যুবকেরা। পুলিশের জামাকাপড়ও ছিঁড়ে দেওয়া হয়। ঘটনায় জখম হন পুলিশ কনস্টেবল পুর্ণেন্দু বিকাশ চক্রবর্তী ও মোহিতলাল মুর্মু।

Bankura Chaos: মনসা পুজোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ঝামেলা, মার খেতে হল পুলিশকেই!
এলাকায় মোতায়েন পুলিশ।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 20, 2025 | 7:58 PM

বাঁকুড়া: গ্রামে মনসা পুজোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে উত্তেজনা। উত্তেজনা সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে খোদ পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার বেন্দা গ্রামের। এই ঘটনায় দুই পুলিশ কর্মী আহত হয়েছেন। হামলা, মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট আট জনকে গ্রেফতার করেছে পাত্রসায়ের থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার পাত্রসায়ের থানার বেন্দা গ্রামে মনসা পুজোকে কেন্দ্র করে  বুধবার সকালে (২০ অগস্ট) প্রথমে দুই পাড়ার যুবকদের মধ্যে বচসা শুরু হয়। বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায়। এরপরে খবর পেয়ে টহলরত পুলিশ সেখানে পৌঁছে দু’পক্ষকে থামানোর চেষ্টা করে।

অভিযোগ, এই সময় কর্তব্যরত পুলিশকে ধাক্কা ও মারধর করে যুবকেরা। পুলিশের জামাকাপড়ও ছিঁড়ে দেওয়া হয়। ঘটনায় জখম হন পুলিশ কনস্টেবল পুর্ণেন্দু বিকাশ চক্রবর্তী ও মোহিতলাল মুর্মু। আহত ওই দুই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বেন্দা গ্রাম থেকে মোট আট জনকে গ্রেফতার করে, আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পাত্রসায়ের থানার পুলিশ। আদালত ধৃতদের জেল হেফাজতে পাঠানোর পাশাপাশি ঘটনার কেস ডায়েরি ও আহতদের মেডিক্যাল রিপোর্ট তলব করেছে।

বিষ্ণুপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস বলেন, “বেন্দা গ্রামে পেট্রোলিংয়ের ডিউটিতে ছিলেন পুলিশকর্মীরা। সেই সময় গ্রামে একটা ঝামেলা হয়। সেই ঝামেলা থামাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। তাদের কলার ধরে টানা হয়। মারধর করা হয়। গুরুতর আহত হয়েছেন দুইজন পুলিশকর্মী। হামলায় জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।”