
বাঁকুড়া: নিখোঁজ শিশুকন্যার খোঁজে তল্লাশিতে নেমে বাড়ির অদূরে থাকা ঝোপ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করল পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া সদর থানার বগা গ্রামে মা বাবার সঙ্গে শুয়ে থাকা দেড় বছরের এক শিশুকন্যা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। লাগাতার তিন দিন ধরে তল্লাশির পর সন্ধ্যার ঠিক আগে সরঝোপের মধ্যে তল্লাশির সময় ওই হাড়গোড় গুলি পায় পুলিশ। উদ্ধার হওয়া হাড়গোড়গুলি নিখোঁজ শিশুরই কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হাড়গোড় গুলি ফরেনসিকে পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
গত বুধবার রাতে বাঁকুড়া সদর থানার বগা গ্রামে নিজের ঘরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে শুয়েছিলেন প্রশান্ত বাউরি ও মুন্নি বাউরি। বৃহস্পতিবার ভোরে উঠে ওই দম্পতি দেখেন দেড় বছরের শিশু কন্যা উধাও হয়ে গেছে। স্থানীয় সূত্রে এই খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ নিখোঁজ শিশুকন্যার খোঁজে তল্লাশি শুরু করে। লাগাতার তিনদিন বগা গ্রাম ও আশপাশের পুকুর ও ঝোপঝাড়ে নিখোঁজ শিশুর খোঁজে তল্লাশি চালায় পুলিশ। চলে নিখোঁজ শিশুর বাবা ও মা কে লাগাতার জিজ্ঞাসাবাদ।
জিজ্ঞাসাবাদের মুখে নিখোঁজ শিশুর বাবা ও মা অসংলগ্ন কথা বলায় সন্দেহ তীব্র হয় পুলিশের। আজ বিকালে নিখোঁজ শিশুর বাবাকে নিয়ে পুলিশ হাজির হয় গ্রাম লাগোয়া একটি সর ঝোপের মধ্যে। নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুরও। এরপর পুলিশ ওই সরঝোপের মধ্যে বেশ কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে সেই হাড়গোড়গুলি কোনো শিশুর বলেই মনে করছে পুলিশ। হাড়গোড়গুলি নিখোঁজ শিশুর কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে ফরেনসিক তদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ডিএসপি,আইনশৃঙ্খলা অরুনাভ দাস বলেন, “”