Bankura: দুর্গন্ধে ঢেকেছিল গোটা এলাকা! অষ্টমীর রাতে ভাড়া বাড়ি থেকে যুগলের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য

Bankura Couple's Body: যে বাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার হয়েছে সেটি রামসাগরের তেলিবেড়িয়া রোডের কাছে। অষ্টমীর রাতে ওই এলাকা পচা গন্ধে ভরে উঠে। বাড়ির মালিক তরুণ গঙ্গোপাধ্যায় বলছেন রাজেশ গোস্বামী ও রূপালী গোস্বামী স্বামী ও স্ত্রী পরিচয়ই সব সময় তাঁদের দিতেন।

Bankura: দুর্গন্ধে ঢেকেছিল গোটা এলাকা! অষ্টমীর রাতে ভাড়া বাড়ি থেকে যুগলের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 01, 2025 | 2:28 PM

বাঁকুড়া: অষ্টমীর রাতে পচা গন্ধে ঢাকা পড়ল এলাকা। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ায় যে খবর দিতে হয় পুলিশে। পচা গন্ধের সন্ধানে নেমে পুলিশ শেষ পর্যন্ত একটি ভাড়া বাড়ির দরজা ভেঙে যুগলের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাড়ি মালিকের দাবি মৃত দু’জনই স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নেয় গত এক মাস আগে। দু’জনের আধার কার্ডের জেরক্স কপিও দেয়। এদের সম্পর্কে আর কিছু জানা নেই। তেমনভাবে কথাবার্তাও হত না বলে জানাচ্ছেন তিনি। 

ইতিমধ্যেই দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ওন্দা থানার পুলিশ। জোরকদমে শুরু হয়েছে তদন্ত। বাইরে থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে দু’জনের আত্মহত্যার কারণ কী হতে পারে তা বেশ ভাবাচ্ছে পুলিশকে! আধার কার্ড  দেখে মৃতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করছে পুলিশ। 

যে বাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার হয়েছে সেটি রামসাগরের তেলিবেড়িয়া রোডের কাছে। অষ্টমীর রাতে ওই এলাকা পচা গন্ধে ভরে উঠে। বাড়ির মালিক তরুণ গঙ্গোপাধ্যায় বলছেন রাজেশ গোস্বামী ও রূপালী গোস্বামী স্বামী ও স্ত্রী পরিচয়ই সব সময় তাঁদের দিতেন। রাজেশ আবার নিজেকে বিএসএনএলের কর্মী বলে দাবি করে৷ এলাকার লোকজন বলছেন তাঁরা বাড়ির বাইরে খুব একটা বের হতেন না। ঘর থেকে দু’টি আধার কার্ড উদ্ধার হয়েছে। সেখান থেকেই তাঁদের বয়স ও আসল বাড়ির ঠিকানা  মেলেষ পুলিশ জানাচ্ছে রাজেশের বয়স (৩০) রুপালির বয়স(২৮)। দু’জনে আত্মহত্যা করেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে কী কারণে আত্মহত্যা তা জানা যায়নি।