CPM: রবিবাসরীয় প্রচারে বাজারকেই জনসংযোগের মাধ্যম হিসাবে বাছলেন বামপ্রার্থী

Bankura: সিপিএম প্রার্থীর দাবি, একসময় ঝাঁটিপাহাড়ি এলাকায় কমবেশি ৪০ টি মিল ছিল। চাল মিল, তেল মিল সহ এই ৪০ টি মিলে কমবেশি আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। আজ সে জায়গায় মাত্র একটি মিল টিমটিম করে চলছে। কর্মহীন বহু মানুষ।

CPM: রবিবাসরীয় প্রচারে বাজারকেই জনসংযোগের মাধ্যম হিসাবে বাছলেন বামপ্রার্থী
সিপিএম প্রার্থীর প্রচারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 31, 2024 | 11:41 AM

বাঁকুড়া: ভোট এসে গিয়েছে। আর প্রচারে বেরিয়েছেন প্রার্থীরাও। সাত সকালেই মধ্যবিত্ত গৃহস্থ থেকে চাকরীজীবী সাধারণ মানুষ থলে হাতে হাজির হন সবজি বাজারে। আর বাজারে আসা স্থানীয় মানুষদেরই প্রচারের মুল হাতিয়ার হিসাবে বেছে নিলেন বাম প্রার্থী। নিত্যদিনই ভিড়ে গিজগিজ করে বাঁকুড়ার ছাতনা ব্লকের অন্যতম সবজি বাজার ঝাঁটিপাহাড়ি স্টেশন বাজার। তবে রবিবারের সেই দিনটা অনেকাংশে আলাদা।

সবজি বাজারেই সাত সকালে দলের নেতা কর্মীদের নিয়ে হাজির হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। বাজারে আসা সবজি ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতাদের মাঝে বামেদের পক্ষে ভোটদানের আবেদন জানান নীলাঞ্জন দাশগুপ্ত।

সিপিএম প্রার্থীর দাবি, একসময় ঝাঁটিপাহাড়ি এলাকায় কমবেশি ৪০ টি মিল ছিল। চাল মিল, তেল মিল সহ এই ৪০ টি মিলে কমবেশি আড়াই হাজার শ্রমিক কাজ করতেন। আজ সে জায়গায় মাত্র একটি মিল টিমটিম করে চলছে। কর্মহীন বহু মানুষ। এলাকার রাস্তাঘাট, পানীয় জল সরবরাহের অবস্থাও তথৈবচ। এলাকার বিধায়ক থেকে সাংসদ কেউ সেদিকে নজর দেননি। এদিন মানুষের কাছে সেই ইস্যুগুলিকে তুলে ধরেই ভোট প্রচার করেন তিনি।