Dengue: বাড়ছে সংক্রমণ, ডেঙ্গি নিয়ে ‘রাজনীতি’ তুঙ্গে

Hirak Mukherjee | Edited By: সায়নী জোয়ারদার

Sep 19, 2023 | 11:53 AM

Dengue: ধীরে ধীরে বাড়তে বাড়তে সেই সংখ্যা এখন ২৫০ ছাড়িয়েছে। বাঁকুড়া শহরে আক্রান্তের সংখ্যাও কম নয়। পুরসভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাঁকুড়া শহরে সবমিলিয়ে ৫৫ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ১০ জন।

Dengue: বাড়ছে সংক্রমণ, ডেঙ্গি নিয়ে রাজনীতি তুঙ্গে
বাড়ছে ডেঙ্গির সমস্যা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: পুজো যত এগিয়ে আসছে, ডেঙ্গি-বিপদের চোখরাঙানি বাড়ছে বাঁকুড়ায়। চলতি বছরে এখনও অবধি ২৬৬ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন জেলায়। এরমধ্যে ৫৫ জনই বাঁকুড়া শহরের। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, তত বাড়ছে রাজনীতির দড়ি টানাটানিও। এ বছর একেবারে বর্ষার শুরু থেকে ডেঙ্গি তেড়েফুঁড়ে ময়দানে। বাঁকুড়ায় জ্বর, সর্দি, ডেঙ্গির নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকে।

ধীরে ধীরে বাড়তে বাড়তে সেই সংখ্যা এখন ২৫০ ছাড়িয়েছে। বাঁকুড়া শহরে আক্রান্তের সংখ্যাও কম নয়। পুরসভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাঁকুড়া শহরে সবমিলিয়ে ৫৫ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ১০ জন।

ডেপুটি সিএমওএইচ ৩ সজল বিশ্বাস বলেন, “এখনই উদ্বেগের হয়ত কিছু নেই। তবে বছর বছর যেহেতু ফিরে আসছে আমাদের সচেতন হওয়া দরকার। আবহাওয়া একেবারে অনুকূল নয়। এ ধরনের আবহাওয়ায় মশা জন্মায় বেশি। স্বাস্থ্য দফতর, পুরসভার সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে।”

তবে এই ডেঙ্গিকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, “পুরসভা একেবারে উদাসীন। সকলকে অন্ধকারে রেখেছে। ডেঙ্গিতে ভরে গিয়েছে এলাকা। কোনও উদ্যোগ নেই ওদের।” যদিও বাঁকুড়া পুরসভার উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন, “বৃষ্টি হচ্ছে, জল জমছে। ফুলের টব থেকে শুরু করে বালতি, গামলায় জল জমছে বহু বাড়িতে। সকলে সচেতন হোন। নিয়মিত মেডিক্যাল টিম ঘুরছে। কারও ডেঙ্গির খবর পেলেই এলাকায় যাচ্ছে তারা। ডেঙ্গি রুখতে যা যা করা দরকার পুরসভা সমস্ত পদক্ষেপই করেছে।”

Next Article