Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC leaders slam Bankura DM : বাঁকুড়ায় উন্নয়নমূলক কাজ বাধা পাচ্ছে জেলাশাসকের গড়িমসিতে, বলছেন শাসকদলের নেতারা

Bankura DM : জেলা পরিষদের সভার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তৃণমূল নেতাদের অভিযোগ করতে শোনা যায়, জেলাশাসকের জন্য বাঁকুড়ার উন্নয়নমূলক কাজ দেরিতে হচ্ছে।

TMC leaders slam Bankura DM : বাঁকুড়ায় উন্নয়নমূলক কাজ বাধা পাচ্ছে জেলাশাসকের গড়িমসিতে, বলছেন শাসকদলের নেতারা
জেলা পরিষদের বৈঠকে জেলাশাসকের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতারা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2022 | 3:11 PM

বাঁকুড়া : জেলাশাসকের কাছে ফাইলের পাহাড় জমা হয়েছে। একটা ফাইল ক্লিয়ার হতে তিন-চারমাস সময় লাগছে। একটি ভাইরাল ভিডিয়োতে বাঁকুড়ার জেলাশাসকের বিরুদ্ধে এমনই ক্ষোভ উগরে দিতে দেখা গেল শাসকদলের নেতাদের। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ভিডিয়োটি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে শাসকদল। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলেও নামেন জেলার তৃণমূল নেতারা। তাঁরা যুক্তি দিলেন, আগে পড়ে থাকলেও এখন আর কোনও ফাইল পড়ে নেই জেলাশাসকের কাছে। বিষয়টি নিয়ে জেলাশাসক ও শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।

দিন কয়েক আগেই বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ারের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ তুলে লিফলেট পড়েছিল। এবার বাঁকুড়া জেলা পরিষদের এক বৈঠকের ভাইরাল ভিডিয়োতে জেলার উন্নয়নমূলক কাজে শিথিলতার জন্য জেলাশাসকের বিরুদ্ধে সরব হতে দেখা গেল তৃণমূল নেতাদের। ভিডিয়োতে জেলা পরিষদের পদাধিকারীরা দাবি করছেন, জেলাশাসকের দীর্ঘসূত্রিতার কারণে মাসের পর মাস ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে পিছিয়ে পড়ছে বাঁকুড়া জেলা।

সূত্রের খবর, গতকাল বাঁকুড়া জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের গতি প্রকৃতি ও আগামী দিনের পরিকল্পনা সংক্রান্ত ওই বৈঠক করেন বাঁকুড়া জেলা পরিষদের পদাধিকারীরা। সেই বৈঠকের একটি ভাইরাল ভিডিয়োয় বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী ও সহ সভাধিপতি শুভাশিস বটব্যালকে জেলার উন্নয়নমূলক কাজে জেলাশাসকের ভূমিকার কড়া সমালোচনা করে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল বলছেন, বাঁকুড়া জেলার অবস্থা খুব খারাপ। যে কোনও প্রকল্পের কাজের ক্ষেত্রে জেলাশাসকের কাছে ফাইল পাঠালে তা মাসের পর মাস পড়ে থাকছে। এ নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশও করেন তিনি। তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে বলতে শোনা যাচ্ছে, সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই পাঁচ বছরে জেলা পরিষদ কী কাজ করল তার কী উত্তর দেওয়া হবে?

জেলা পরিষদের বিশেষ বৈঠকের এই ভিডিয়ো নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই ড্যামেজ কন্ট্রোলে নামেন জেলা পরিষদের কর্মকর্তারা। জেলাশাসকের দীর্ঘসূত্রিতা মেনে নিলেও তাঁদের দাবি, জেলাশাসকের ব্যস্ততার জন্যেই হয়ত এই ঘটনা ঘটেছে। কিন্তু, এখন আর কোনও ফাইল পড়ে নেই বলে দাবি করেন তাঁরা। এরপর থেকে এডিএম-এর কাছে ফাইল পাঠানো হবে বলে তাঁরা জানান। তাঁদের যুক্তি, ওই ফাইলগুলি এডিএম ক্লিয়ার করলেই চলবে।

ভাইরাল ভিডিয়ো নিয়ে জেলাশাসক ও তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি বলেন, জেলায় বিজেপির সাতজন বিধায়ক রয়েছেন। কিন্তু, জেলাশাসক জেলার উন্নয়নে কোনও বৈঠকে ডাকেন না বিজেপি বিধায়কদের। তিনি শুধু উপর মহলের নির্দেশ শুনে চলেন। আর জেলা পরিষদের ওই বৈঠক তোলাবাজি, সিন্ডিকেটের বৈঠক বলে আক্রমণ করেন তিনি। এদিকে, ভাইরাল ভিডিয়োতে তৃণমূলের নেতারা তাঁর বিরুদ্ধে সরব হলেও জেলাশাসকের এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : Shatrughan Sinha : জাতীয় আঙিনায় ঝড় উঠবে ‘খেলা হবে’ স্লোগান, উপনির্বাচন মিটতেই হুঙ্কার শত্রুঘ্নর