Bankura: উত্তাল দ্বারকেশ্বর, ৭২ ঘণ্টায় নদীতে তলিয়ে মৃত্যু ৪ জনের

Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ইন্দাস ব্লকের বাসিন্দা শেখ সালমান। আজ স্কুলে না গিয়ে দুপুরে মামা ও পরিবারের অন্য দুই সঙ্গীর সঙ্গে স্নান করতে যায় স্থানীয় দ্বরকেশ্বর নদের সামড়োঘাটে।

Bankura: উত্তাল দ্বারকেশ্বর, ৭২ ঘণ্টায় নদীতে তলিয়ে মৃত্যু ৪ জনের
দ্বারকেশ্বরে তলিয়ে গেলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 26, 2025 | 4:34 PM

বাঁকুড়া: মামা ও দুই সঙ্গীর সঙ্গে দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে গেল এক পড়ুয়া। মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার সামড়োঘাট সেতুর কাছে। মৃত পড়ুয়ার নাম শেখ সালমান। পরে দ্বারকেশ্বর নদে তল্লাশি চালিয়ে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে গত ৭২ ঘণ্টায় দ্বারকেশ্বর নদে জলে তলিয়ে মৃত্যু হল চার পড়ুয়ার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ইন্দাস ব্লকের বাসিন্দা শেখ সালমান। আজ স্কুলে না গিয়ে দুপুরে মামা ও পরিবারের অন্য দুই সঙ্গীর সঙ্গে স্নান করতে যায় স্থানীয় দ্বরকেশ্বর নদের সামড়োঘাটে। সেখানে পৌঁছাতেই জলে নামে সালমান ও তার দুই সঙ্গী। নদে স্রোত বেশি থাকায় তলিয়ে যেতে থাকে তিনজনই।

স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে অন্য দুই সঙ্গীকে কোনওক্রমে নদের পাড়ে তুলে আনে। সঙ্গে থাকা মামা চেষ্টা করেও সালমানকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পড়ুয়ার খোঁজে নদীতে তল্লাশি চালাতে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরে ঘটনাস্থলের অদূরেই ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়।

বস্তুত, গত মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে সুভাষ পল্লী ঘাটে এই দ্বারকেশ্বরেই স্নানে নেমে নিখোঁজ হয়ে যায় নবম শ্রেণির তিন পড়ুয়া। বুধবারই ওই তিন জনের দেহ উদ্ধার হয়। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এবার ইন্দাসে দ্বারকেশ্বর নদে তলিয়ে গিয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটল। বিষয়টি নিয়ে স্কুলে স্কুলে সচেতনতা প্রচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় ব্লক প্রশাসন।

বিডিও ইন্দাস সুরেন্দ্রনাথ পতি বলেন, “”