
বাঁকুড়া: স্কুলের মধ্যেই অঙ্কের শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাটি বাঁকুড়া সদর থানার কালপাথর বীণাপানি হাইস্কুলের। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে স্কুলের দোতলার ১৮ নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় শিক্ষক উজ্জ্বল কুমার দাসের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই শিক্ষক আত্মহত্যা করেছেন বলেই দাবি করেছেন স্কুলের সহশিক্ষকরা। তবে কী কারণে এই মৃত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আর পাঁচটা দিনের মতোই এদিন স্কুলে হাজির হন শিক্ষক উজ্জ্বল কুমার দাস। স্কুলে এসেছিলেন সময়ে। ক্লাসও করেন। তবে এদিন স্থানীয় মনসা পুজোর কারণে ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকায় টিফিনেই স্কুল ছুটি হয়ে যায়। ছাত্র ছাত্রীদের পাশাপাশি বেরিয়ে পড়েন অন্য শিক্ষক শিক্ষিকারাও। তবে স্কুলের অফিসের কাজকর্মের জন্য ছুটির পরও বেশ কয়েকজন শিক্ষক স্কুলে ছিলেন। ছিলেন উজ্জ্বল দাসও।
কাজ শেষে সকলেই বেরিয়ে যাওয়ার সময় উজ্জ্বলবাবুর মোটর বাইক নজরে পড়লেও তাঁর খোঁজ না মেলায় খোঁজাখুজি শুরু হয়। তারপরই দোতলার একটি রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় উজ্জ্বল দাসকে। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মাস কয়েকের জন্য স্কুলের টিচার-ইনচার্জের দায়িত্ব পালন করেছিলেন উজ্জ্বল দাস। কয়েকমাস আগে নিজেই সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। স্কুলের সহশিক্ষকরা বলছেন, কোনও সহ-শিক্ষকের সঙ্গে সমস্যা ছিল না উজ্জ্বলবাবুর। প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন ওই শিক্ষক। তবে কী কারণে এই আত্মহত্যা, তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।