WBCHSE Class 12 Board Result 2025: মাধ্যমিকে একটুর জন্য ফস্কে গিয়েছিল, HS-এ সবটা উসুল করল অয়ন

WBCHSE Class 12 Board Result 2025: অয়ন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের কৃতি ছাত্র। অয়ন ছাড়াও ষষ্ঠ স্থানে রয়েছে আরও তিনজন। অয়নের বাড়ি বাঁকুড়ার রামপুর এলাকায়। সে জানায়, ভাল পরীক্ষা হয়েছিল। কিন্তু এতটা সাফল্য আসবে আশা করেনি।

WBCHSE Class 12 Board Result 2025: মাধ্যমিকে একটুর জন্য ফস্কে গিয়েছিল, HS-এ সবটা উসুল করল অয়ন
অয়ন কুণ্ডু, ষষ্ঠ Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 07, 2025 | 3:22 PM

বাঁকুড়া: কানে শুনে প্রথমে বিশ্বাস হয়নি। পড়ে ফের একবার শোনে। আর তারপর ভাবতেই পারছে না প্রথম দশের মেধা তালিকায় স্থান পাবে। বাঁকুড়ার অয়ন কুণ্ডু। এবার উচ্চ-মাধ্য়মিকে সে ষষ্ঠস্থান অধিকার করেছে। নিজের নাম মেধা তালিকায়  আছে শুনেই সে বলল, “আমি বিশ্বাসই করতে পারিনি। তারপর ফের একবার শুনলাম….।”

অয়ন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের কৃতি ছাত্র। অয়ন ছাড়াও ষষ্ঠ স্থানে রয়েছে আরও তিনজন। অয়নের বাড়ি বাঁকুড়ার রামপুর এলাকায়। সে জানায়, ভাল পরীক্ষা হয়েছিল। কিন্তু এতটা সাফল্য আসবে আশা করেনি। সাফল্য পেয়ে আজ প্রচণ্ড খুশি অয়ন। মেধাবী এই ছাত্র জানিয়েছে, কোনও বাঁধাধরা নিয়মে পড়াশোনা না করলেও গৃহ শিক্ষক এবং স্কুলের শিক্ষকদের এই সাফল্যের পেছনে অবদান রয়েছে। অবদান রয়েছে বাবা মায়ের। সাফল্যের পর এবার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে বড় ইঞ্জিনিয়ার হতে চায় সে। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ক্রিকেট খেলা দেখতে ভালোবাসে সে।

অয়ন টিভি৯ কে বলল, “মাধ্যমিকে অল্পের জন্য মেধা তালিকায় নাম ওঠেনি। এবার সেই খামতি পূরণ হয়েছে। আমি কখনও আলাদা করে সেই ভাবে বেশি কিছু করিনি। বাবা সারাক্ষণ মাথার কাছে বসে থাকতেন। মা জেগে থাকতেন। আমার এই সাফল্য বাবা-মায়ের জন্যই। মাধ্যমিকের খামতি পূরণ হল।”