বাঁকুড়া: পথশ্রী (Pathashree) প্রকল্পের শুরুতেই ধাক্কা প্রশাসনের। রবিবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের করণজোড়া এলাকায় পথশ্রী প্রকল্পে নির্মীয়মাণ একটি রাস্তার কাজ আটকে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি রাস্তা নির্মাণের জন্য যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। ঠিকভাবে কাজ না হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে রাস্তা নির্মাণ করতে দেওয়া হবে না বলে বিক্ষোভ দেখালেন জনগণ।বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বাঁকুড়া ২ নম্বর ব্লকের করণজোড়া থেকে কেন্দবনি গ্রাম পর্যন্ত এক কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ হয় ৩৮ লক্ষ ৭৫ হাজার টাকা। দিন দুই আগে সেই রাস্তা নির্মাণের কাজ শুরু করে বরাত পাওয়া ঠিকাদার। কিন্তু কাজ শুরু হতেই ক্ষোভ বাড়তে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
তাঁদের দাবি, প্রকল্পের জন্য সঠিক সামগ্রী ব্যবহার করা হচ্ছে না।
এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে এলাকার মানুষ বিক্ষোভ শুরু করেন। এলাকার মানুষ রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেন। এলাকাবাসী বলেন যে, ওই নিম্নমানের রাস্তা দিয়ে কোনও ভাবেই তাঁরা রাস্তা নির্মাণ করতে দেবেন না। বরাত পাওয়া ঠিকাদার সংস্থার দাবি, অভিযোগ মিথ্যা। ওয়ার্ক অর্ডার পাওয়ার পর এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে। গ্রামবাসীদের একাংশ এই কাজে বাধা দিচ্ছে। বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপি বলছে, পঞ্চায়েত ভোটের মুখে শাসক দলের হাতে কাটমানি তুলে দিতেই ওই রাস্তা নির্মাণে অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছে। তারপরও নিম্ন মানের সামগ্রী ব্যবহার করছে বরাত পাওয়া ঠিকাদার সংস্থা। অন্য তৃণমূলের দাবি এখনো কোনও অভিযোগ আসেনি। অভিযোগ এলে ঘটনার তদন্ত হবে। বিরোধীরা উন্নয়নে বাধা দিতেই ওই কাজে বাধা দিয়েছে।