বাঁকুড়া: আর শুধু কলকাতার গান্ধীমূর্তির পাদদেশ নয়। এবার জেলাগুলিতেও হকের চাকরির দাবিতে বিক্ষোভ আছড়ে পড়ল। ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস আপার প্রাইমারি চাকরী প্রার্থীদের বিক্ষোভ আছড়ে পড়ল বাঁকুড়ার জেলা শাসকের দফতরে। দ্রুত ইন্টারভিউ নিয়ে যোগ্যদের নিয়োগের দাবিতে মঙ্গলবার বাঁকুড়া হেড পোস্ট অফিস থেকে মিছিল করে বাজার ঘুরে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখান নিয়োগপ্রার্থীরা।
এ দিনের বিক্ষোভকারীদের দাবি, ২০১৪ সালে আপার প্রাইমারি টেট পরীক্ষার নোটিফিকেশান অনুযায়ী ২০১৫ সালে তাঁরা আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসেন। ২০১৬ সালে সেই পরীক্ষার ফলাফলে তাঁরা পাসও করে যান। তারপর নিয়োগের ব্যাপারে সরকারি টালবাহানায় শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই দেড়শোরও বেশি নিয়োগপ্রার্থীর বয়স নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করে যায়। এই পরিস্থিতিতে তাঁরা ইন্টারভিউ এর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
২০১৬ সালে কলকাতা গেজেটিয়ারে প্রকাশিত এইট থ্রি বি রুল প্রয়োগ করে ইন্টারভিউ ও নিয়োগে সুযোগ দেওয়ার দাবিতে এদিন সোচ্চার হন ওই চাকরী প্রার্থীরা। বিক্ষোভকারীদের বক্তব্য এরপরও সরকারের টনক না নড়লে আগামী দিনে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনরত চাকরিপ্রার্থীদের একজন বলেন, “আমরা অনেকদিন আগেই পাশ করে গিয়েছি। এখনও পর্যন্ত আন্দোলন করে চলেছি। তবুও কারোর টনক নড়ছে না। কবে চাকরি পাব আমরা? আমাদের বয়স বেড়ে যাচ্ছে। আমরা যোগ্য অথচ চাকরি পাচ্ছি না।”