বাঁকুড়া: প্রথমে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, এরপর রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন কুড়মি আন্দোলনকারীরা। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন সিপিএম নেতা (CPM) তথা এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। যদিও, বুধবার সৃজনকে কোনও বিক্ষোভের মুখে পড়তে হয়নি। কর্মসূচি সেরে বাঁকুড়ার মুকুটমণিপুর যাওয়ার পথে সৃজনের গাড়ি আটকান কুড়মি আন্দোলনকারীদের একাংশ।
সম্প্রতি তপশিলি উপজাতির তকমার দাবিতে জঙ্গলমহলে নিজেদের লড়াই জোরদার করেছে কুড়মিরা। জঙ্গলমহলে কোনও রাজনৈতিক নেতৃত্ব পা রাখলে তাঁর পথ আটকে নিজেদের দাবি জানানোর কর্মসূচিও ঘোষণা করেছে কুড়মি সমাজের একাংশ। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে বাঁকুড়ায় কখনও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কখনো বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আবার কখনও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ আটকে নিজেদের দাবি পেশ করে নিজের দলের অবস্থান জানতে চায় কুড়মিরা।
এবার কুড়মিদের সেই কর্মসূচির মুখে পড়তে হল এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে। গতকাল রাতে বাঁকুড়ার খাতড়ায় সাংগঠনিক কর্মসূচি সেরে মুকুটমণিপুরের দিকে যাচ্ছিলেন সৃজন। সেই সময় দেদুয়া মোড়ে তাঁর গাড়ি আটকায় কুড়মিদের একাংশ। সৃজন গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ কথাও বলেন কুড়মি নেতাদের সঙ্গে। কুড়মি নেতারা সৃজনকে নিজেদের দাবি সম্পর্কে জানিয়ে বামফ্রন্টের অবস্থান জানতে চান।
সৃজন বিষয়টি নিয়ে উচ্চ নেতৃত্বকে জানিয়ে বামফ্রন্ট স্তরে আলোচনার আশ্বাস দেন। প্রায় পনেরো মিনিট ধরে দু’পক্ষের মধ্যে কথাবার্তার পর কুড়মিরা সিপিএম নেতার গাড়ি ছেড়ে দেন। এই বিষয়ে সৃজন কুড়মি বিক্ষোভকারীদের স্পষ্ট জানিয়ে দেন যে, কুড়মিরা যদি নিজেদের দাবির সমস্ত নথি পত্র বামফ্রন্টকে দেয় তাহলে বিমান বসু ও দলের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে কীভাবে এগোনো যাবে তা ভেবে দেখবেন।