AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Toto Theft: সিরিয়াল টোটো চুরির তদন্তে বড়সড় সাফল্য, দু’জন গ্রেফতার হতেই সব ফাঁস

Bankura Toto Theft: প্রাথমিক তদন্তে চুরির ধরন, চুরির কায়দা দেখে তদন্তকারীদের অনুমান সব ক’টি চুরির নেপথ্যে একটি দলই কাজ করছে। সেই আঙ্গিকেই শুরু হয় তদন্ত। খোঁজ-খবর চলতে থাকে এলাকায়। তবে চোরেদের দেখা পাওয়া যায়নি।

Toto Theft: সিরিয়াল টোটো চুরির তদন্তে বড়সড় সাফল্য, দু’জন গ্রেফতার হতেই সব ফাঁস
বড় সাফল্য পেল পুলিশ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2025 | 7:11 PM
Share

বাঁকুড়া: লাগাতার চুরি হচ্ছিল টোটো। অভিযোগ জমা পড়ছিল পুলিশের খাতায়। কিন্তু কিছুতেই ধরা যাচ্ছিল না দুষ্কৃতীদের। শেষ পর্যন্ত সিরিয়াল টোটো চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল ছাতনা থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। ধৃতদের এদিনই বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই ছাতনা থানার ঝুঁঞ্জকা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে পরপর তিনটি টোটো চুরি হয়। এদিকে এলাকায় বহু লোকেরই জীবন-জীবিকা চলে এই টোটোর উপর নির্ভর করেই। ফলে একের পর এক টোটো চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। তদন্তে নামে পুলিশ। 

প্রাথমিক তদন্তে চুরির ধরন, চুরির কায়দা দেখে তদন্তকারীদের অনুমান সব ক’টি চুরির নেপথ্যে একটি দলই কাজ করছে। সেই আঙ্গিকেই শুরু হয় তদন্ত। খোঁজ-খবর চলতে থাকে এলাকায়। তবে চোরেদের দেখা পাওয়া যায়নি। নেওয়া হয় প্রযুক্তির আশ্রয়। শেষ পর্যন্ত ছাতনার দাতারাম গ্রাম থেকে শেখ সইফুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জয়পুর থানার মহেশপুর গ্রাম থেকেও মনিরুল শেখ নামের এক দুস্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারির পর থেকেই একটানা চলতে থাকে জিজ্ঞাসাবাদ। তাঁদের জেরা করেই চুরি যাওয়া টোটোগুলির খোঁজ মেলে। উদ্ধার করা হয় তিনটি টোটোই। শুধু তাই নয় ধৃতদের কাছ থেকে ১২টি দামী ব্যাটারিও উদ্ধার করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। তবে সব ক’টা ব্যাটারিই চোরাই বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। তবে ধৃতদের সঙ্গে আর কোনও ব্যক্তি জড়িত আছে কিনা, বড় কোনও চক্র কাজ করছে কিনা সে বিষয়েও তদন্ত করছে পুলিশ। সেই অনুযায়ী জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তদন্তকারীদের। একইসঙ্গে ধৃতদের ট্র্যাক রেকর্ডও যাচাই করা হচ্ছে। আগে এই ধরনের কোনও কাজ তাঁরা করেছিল তাও খোঁজ-খবর করে দেখা যাচ্ছে।