
বাঁকুড়া: সাধারণতন্ত্র দিবসের দিন সকালে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার। আর সেই পোস্টা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে বাঁকুড়ার তালডাংরা ও ওন্দা থানা এলাকার কোথাও গাছের গুঁড়িতে আবার কোথাও বাস স্টপেজের দেওয়ালে সাদা কাগজের উপরে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ। সর্বত্রই পোস্টারে নিহত মাওবাদী নেতা হিডমাকে সম্মান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট পোস্টারে ছত্তিশগঢ়ে নিরীহ আদিবাসীদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মাওবাদী সন্দেহে আটক থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে। পোস্টারে ফ্যসিবাদী সরকারের বিরুদ্ধে দিকে দিকে সশস্ত্র সংগ্রামের ডাকও দেওয়া হয়েছে। এদিন সকালে পোস্টারগুলি বিভিন্ন জায়গায় চোখে পড়তেই পুলিশ তা ছিঁড়ে দেয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের সরাসরি কোনও যোগ নেই। স্থানীয় কেউ বা কারা এই পোস্টার দেওয়ার পিছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা নুর হোসেন মণ্ডল বলেন, “আমরা তো দেখিনি। আমরা সামনে কাজ করি। পরে পুলিশ এসে দেখলাম এই পোস্টার গুলো সরিয়ে নিয়ে গিয়েছে।” এখানে উল্লেখ্য, গতবছর নভেম্বর মাস নাগাদ অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামরাজু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় মাওবাদীদের শীর্ষনেতা মাডবী হিডমা। জানা গিয়েছিল, মারেদুমিলির জঙ্গলে মাওবাদী এই শীর্ষনেতার উপস্থিতির খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং নিরাপত্তাবাহিনী। শুধু তাই নয়, মাওবাদীদের দলটিকে ঘিরে ফেলে অভিযান চালায় বাহিনী। তারপরই হিডমার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।