Medicine: পাড়ার দোকান থেকেই কেবল ওষুধ কিনুন, সতর্ক করে বলছেন বিশিষ্ট ফার্মাসিস্টরা…কেন জানেন?

Hirak Mukherjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 23, 2025 | 4:07 PM

Medicine: বেশি ছাড়ের প্রলোভনে পা না দিয়ে পরিচিত ওষুধ দোকান থেকে ওষুধ কেনার আবেদন নিয়ে এবার রাস্তায় নামল ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন।

Medicine: পাড়ার দোকান থেকেই কেবল ওষুধ কিনুন, সতর্ক করে বলছেন বিশিষ্ট ফার্মাসিস্টরা...কেন জানেন?
কী বলছেন বিশিষ্ট ফার্মাসিস্টরা?
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: জাল ওষুধের কারবারের পিছনে লুকিয়ে রয়েছে ওষুধের দামে ছাড় দেওয়ার প্রতিযোগিতা। তাই বেশি ছাড়ের প্রলোভনে পা না দিয়ে পরিচিত ওষুধ দোকান থেকে ওষুধ কেনার আবেদন নিয়ে এবার রাস্তায় নামল ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। রবিবার বাঁকুড়ার মাচানতলায় মিছিল করার পাশাপাশি ওই সংগঠনের তরফে পথসভা করে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

সম্প্রতি জাল ওষুধের কারবার প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় রাজ্য। একের পর এক গুদামে হানা দিয়ে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, কোটি কোটি টাকার জাল ওষুধের কারবার শুধু কলকাতা বা তার আশপাশের জেলায় নয় তার জাল ছড়িয়ে রয়েছে সারা রাজ্যেই। এরপরই ওষুধ ব্যবসায়ীদের সংগঠন এই জাল ওষুধের কারবার ঠেকাতে ময়দানে নামে। জাল ওষুধ কেনার হাত থেকে বাঁচতে আট দফা দাওয়াই কে সামনে রেখে ক্রেতা ও রোগীদের সচেতন করতে মিছিল করে ওই সংগঠন। সংগঠনের দাবী দামে বেশি ছাড়ের প্রত্যাশা করে ওষুধ কিনলে সেক্ষেত্রে ভেজাল ওষুধ কেনার সম্ভাবনা প্রবল। যা রোগীর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, এই পরিস্থিতিতে দামে ছাড়ের প্রত্যাশা না করে ব্যাচ নম্বর ও ক্যাশ মেমো মিলিয়ে প্রয়োজনে ওষুধের পাতায় থাকা কিউ আর কোড স্ক্যান করে পরিচিত এবং নিজস্ব এলাকার দোকান থেকেই ওষুধ কিনতে হবে। সংগঠনের দাবি, একইসঙ্গে রোগীর স্বার্থ রক্ষায় জাল ওষুধের কারবার রুখতে নিয়ন্ত্রক সংস্থাগুলিকে আরো কঠোর পদক্ষেপ করতে হবে।