বাঁকুড়া: বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর পাঁচ দিনের রাঢ়বঙ্গ সফরের আজ তৃতীয়দিন। বৃহস্পতিবারই বাঁকুড়া সফরে গিয়েছিলেন তিনি।বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বাড়িতে খাওয়াদাওয়াও সারেন। আজ তাঁর দুপুরের পাত সাজাচ্ছেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর স্ত্রী প্রতিমা ঘরামী।
আজ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মিঠুন চক্রবর্তীর হাজির হবেন সোনামুখী ব্লকের পুরুমপুর গ্রামে। সেখানেই বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর বাড়িতে সারবেন দুপুরের আহার। সঙ্গী হিসাবে থাকবেন সুকান্ত মজুমদার।
এ দিকে, বিজেপি নেতার জন্য রান্না সারতে ব্যস্ত দিবাকর ঘরামীর স্ত্রী প্রতিমা ঘরামী। মহাগুরুর খাদ্য তালিকায় রয়েছে সাদা ভাত, পার্শ্ববর্তী দামোদর নদ থেকে ধরা টাটকা দু’রকমের মাছ, মুগের ডাল, পটল বাদাম, পালং শাকের ঘণ্ট, চিংড়ি ভাপা, দেশি মুরগীর ঝোল, আপেলের চাটনি, পাঁপড় ও সন্দেশ।
উল্লেখ্য, সামনের বছর রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। দিনক্ষণ ঘোষণা না হলেও শাসক থেকে বিরোধী সকলের প্রস্তুতি তুঙ্গে। ঘুটি সাজাতে ব্যস্ত সকল রাজনৈতিক দল। এমন আবহে মঙ্গলবার শহরে এলেন মহাগুরু তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ২২ নভেম্বর সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রচারে লক্ষ্যেই রাজ্যে এসেছেন বলে জানা যাচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।