TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক
Jun 22, 2022 | 6:26 PM
মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস। দেশের সর্বোত্র পালিত হচ্ছে দিনটি। বাদ পড়েনি পশ্চিমবঙ্গও। রাজ্যের জেলায়-জেলায় যোগা দিবস পালন করতে দেখা গিয়েছে। বাদ গেল না বাঁকুড়া। শুশুনিয়া পাহাড়ের উপর যোগাভ্যাস করলেন পর্বত অভিযাত্রী ও প্রকৃতি প্রেমীদের একটি দল।
পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় গিয়ে যোগাভ্যাস করলেন ওই অভিযাত্রী ও প্রকৃতি প্রেমীদের একটি দল। বিভিন্ন চূড়ায় গিয়ে তাঁদের আজ যোগাভ্যাস করতে দেখা যায়।
বাঁকুড়ার এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমি নামের একটি প্রকৃতি প্রেমী সংগঠনের উদ্যোগে এই অভিনব আয়োজন করা হয়। সংস্থার সদস্যরা এ দিন ভোর বেলায় পাহাড়ে উঠে সুর্যোদয়ের সময় সকলে মিলে যোগাভ্যাস করেন।
শুধু তাই নয়, যোগাভ্যাসের সঙ্গে পাহাড়ের চূড়ায় বেশ কিছু গাছ লাগান তাঁরা।
পর্বত আরোহীদের দাবি, প্রকৃতির অপরূপ সৃষ্টি পাহাড়। সেই পাহাড়ের সুন্দর প্রকৃতির মাঝে যোগাভ্যাস তারিয়ে-তারিয়ে উপভোগ করলেন তাঁরা।