Explosion: শালতোড়ার বিস্ফোরণ ঘিরে বাড়ছে রহস্য, ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল বিজেপি, নেপথ্যে ভয়ঙ্কর ঘটনা? পুলিশ খুঁজছে উত্তর

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Aug 31, 2024 | 12:48 PM

Explosion: বাঁকুড়ার শালতোড়া থানার লাপাহাড়ি মোড়ের অদূরে শুক্রবার রাতে বিস্ফোরণ ঘটে একটি বাইকে। প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। দেখা যায় একদিকে পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া একটি বাইক।

Explosion: শালতোড়ার বিস্ফোরণ ঘিরে বাড়ছে রহস্য, ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল বিজেপি, নেপথ্যে ভয়ঙ্কর ঘটনা? পুলিশ খুঁজছে উত্তর
পথ অবরোধ বিজেপির
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বাঁকুড়া: শুক্রবার রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাঁকুড়ার শালতোড়া থানার লাপাহাড়ি এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহুদূর থেকেও শোনা গিয়েছিল বিস্ফোরণের শব্দ। যে বাইকে বিস্ফোরণ হয়েছিল সেই বাইকের আরোহীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিস্ফোরণের তীব্রতায়। এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এলাকায় অবৈধ খননকাজের জন্যই বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল ডিনামাইট এর মতো ভয়ঙ্কর বিস্ফোরক। কিন্তু আদপেই কী বাইকে ছিল ডিনামাইটের মতো বিস্ফোরক? কী উদ্দেশ্যেই বা নিয়ে যাওয়া হচ্ছিল? তদন্তে নেমেছে পুলিশ। 

বাঁকুড়ার শালতোড়া থানার লাপাহাড়ি মোড়ের অদূরে শুক্রবার রাতে বিস্ফোরণ ঘটে একটি বাইকে। প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। দেখা যায় একদিকে পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া একটি বাইক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছেন স্থানীয় ঝনকা গ্রামের বাসিন্দা জয়দেব মণ্ডল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

অভিযোগ ওঠে, এলাকায় অবৈধ খননকাজের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন জয়দেব। শুভেন্দু অধিকারী এই ঘটনার সঙ্গে শাসকদলের যোগেরও দাবি করছেন। এদিকে এই ঘটনার পরে পরেই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশও। বিস্ফোরণের মূলে কী আদৌ ডিনামাইটের মতো বিপজ্জনক বিস্ফোরক ছিল কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা  দূরে থাকা গ্রামের বাসিন্দারাও গতকাল রাতের বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসীরাও।

এদিকে এরইমধ্যে ৭২ ঘন্টার মধ্যে বিস্ফোরণের ঘটনার প্রকৃত তদন্ত অথবা এনআইএ-কে দিয়ে বিস্ফোরণের ঘটনার তদন্ত করানোর দাবিতে এদিন বাঁকুড়ার শালতোড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। বাঁকুড়ার শালতোড়া চৌরাস্তা মোড়ে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে বিজেপি পথ অবরোধ করে। 

Next Article