
বাঁকুড়া: চোখে তামাকের গুঁড়ো ছিটিয়ে মদের দোকানের এক কর্মচারীর কাছ থেকে প্রায় তিরিশ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে প্রায় দেড় মাসের মাথায় আস্ত ছিনতাই চক্রকে গ্রেফতার করে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে খোয়া যাওয়া নগদ টাকার একাংশ ও বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি মদের দোকানে প্রায় ১০ থেকে ১২ বছর ধরে কাজ করে আসছেন বিষ্ণুপুর শহরের বাসিন্দা তপন চক্রবর্তী। অন্যান্য দিনের মতো গত বছর ১১ ডিসেম্বর রাত এগারোটা নাগাদ তিনি দোকানের মদ বিক্রির প্রায় ৬১ হাজার টাকা নগদ ও বেশ কিছু নথিপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। বিষ্ণুপুর শহরের মদনমোহন মন্দিরের অদূরে তাঁর পথ আটকায় দুই দুষ্কৃতী।
প্রথমে তাঁর কাছে থাকা ব্যগ ছিনতাই করার চেষ্টা করলে বাধা দেন তপন চক্রবর্তী। তপনকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। পরে অপর এক দুষ্কৃতী ঘটনাস্থলে হাজির হয়ে তপন চক্রবর্তীর চোখে তামাকের গুঁড়ো ছিটিয়ে ব্যাগ ছিনিয়ে বাইকে চড়ে চম্পট দেয়। ঘটনার লিখিত অভিযোগ পেতেই তদন্ত শুরু করে বিষ্ণুপুর থানার পুলিশ।
বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ প্রথমে ওন্দার ধবনি গ্রামের বাসিন্দা আকবর মণ্ডল, মোসারফি আলি মণ্ডল ও কারামুল্লা চৌধুরী নামের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাদের লাগাতর জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় যুক্ত স্থানীয় বিষ্ণুপুর থানার শ্যামসুন্দর গ্রামের বাসিন্দা আয়ুব শেখ নামের অপর এক জনের খোঁজ পায় পুলিশ। এরপর তাঁকেও গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের কাছ থেকে এখনও পর্যন্ত খোওয়া যাওয়া নগদ টাকার মধ্যে ২৮ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে খোওয়া যাওয়া নথিও। পুলিশ জানিয়েছে এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানতে ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।