ওন্দা: ওন্দায় নৃশংসভাবে যুবক খুনের ঘটনায় বৃহস্পতিবার রাতে এক যুবককে গ্রেফতার করল ওন্দা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যাক্তির নাম ফটিক দুলে। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত ত্রিকোণ প্রেমের জেরেই তরুণ মিশ্রকে খুন করেছিল ধৃত ফটিক দুলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বাঁকুড়ার ওন্দার মিশ্র পাড়া এলাকায় নিজের বাড়ি থেকে মকর সংক্রান্তির মেলা দেখতে যাওয়ার নাম করে বের হন তরুণ মিশ্র। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় সোমবার বিকাল থেকে শুরু হয় খোঁজাখুঁজি। ওই দিন রাতেই স্থানীয় সানা পুকুর নামের একটি পুকুর থেকে তরুণ মিশ্রর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের ঘাড়ে ও শরীরের বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের কোপ দেখে পুলিশ নিশ্চিত হয় তরুণ মিশ্রকে খুন করা হয়েছে।
মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে ওন্দা থানার পুলিশ। বিশেষ সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সানাপুকুর হাতাগোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ফটিক দুলেকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় ত্রিকোন প্রেমের জেরে তরুন মিশ্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য তার দেহ সানাপুকুরের জলে ফেলে দিয়েছিল অভিযুক্ত ফটিক। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।