AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Awas Yojana: আবাস যোজনা নিয়ে কয়েক’শ অভিযোগ পেলেন বিধায়ক, তুলে দেবেন সুকান্তর হাতে

PM Awas Yojana: বিধায়ক জানান, বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টাতে নজর দিয়েছেন। তাঁরা এই সব অভিযোগ সংগ্রহ করতে বলেছেন।

PM Awas Yojana: আবাস যোজনা নিয়ে কয়েক'শ অভিযোগ পেলেন বিধায়ক, তুলে দেবেন সুকান্তর হাতে
নীলাদ্রি দানা
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 4:31 PM
Share

বাঁকুড়া: নেতারা নাম বেছে বেছে তালিকা তৈরি করেছেন। প্রভাব খাটিয়েছেন শাসক দলের নেতারা। প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে আবারও সরব হলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ার বিধায়কের দাবি, একটি-দুটি নয়, তাঁর কাছে জমা পড়েছে অন্তত দুই শতাধিক অভিযোগ। সঠিকভাবে তালিকা তৈরি করা হয়নি, যাঁরা ঘর পাওয়ার যোগ্য তাঁদের ঘর দেওয়া হয়নি বলে দাবি করেছেন নীলাদ্রি দানা। তিনি মনে করছেন, এখানেই শেষ নয়, অভিযোগের সংখ্যা আগামিদিনে সামনে আসবে আরও। যদিও বিজেপি বিধায়কের দাবি মানতে নারাজ তৃণমূল। শাসক দলের নেতাদের দাবি, সব নিয়ম মেনেই তালিকা তৈরি করেছে তৃণমূল।

TV9 বাংলার মুখোমপখি হয়ে বাঁকুড়ার বিধায়ক বলেন, যে গ্রামেই যাচ্ছি, সেখানেই হাহাকার। তিনি উল্লেখ করেছেন, তাঁর বিধানসভা অঞ্চলের অন্তর্গত ১ নম্বর ব্লক থেকেই প্রায় ২৫০ অভিযোগ এসেছে। তাঁর অনুমান, অভিযোগের সংখ্যা ছাড়িয়ে যাবে ৬০০। ইতিমধ্যেই বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তিনি, আশ্বাসও দিয়েছেনে বিডিও। তবে বিধায়কের দাবি, যেভাবে দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে, তাতে আবাস যোজনায় কতটা স্বচ্ছতা আনা যাবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। বিধায়ক বলছেন, প্রভাব খাটিয়ে এই সব তালিকা তৈরি করা হয়েছে।

বিধায়ক জানান, বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টাতে নজর দিয়েছেন। তাঁরা এই সব অভিযোগ সংগ্রহ করতে বলেছেন। অভিযোগগুলি রাজ্য সভাপতিকে দেওয়া হলে রাজ্য নেতৃত্ব আগামিদিনে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন বিধায়ক। দলমত নির্বিশেষে যাঁরা প্রকৃত অর্থে এই যোজনার আওতায় পড়বেন, তাঁরাই যাতে বাড়ি পান, সেটাই তাঁদের দাবি বলে উল্লেখ করেছেন নীলাদ্রি।

এই প্রসঙ্গে বাঁকুড়া জেলার তৃণমূল যুব সভাপতি সন্দীপ বাউরি বলেন, ‘রাজ্য স্বচ্ছভাবে আবাস যোজনার তালিকা তৈরিতে সমীক্ষা চালাচ্ছে।’ ২০১৮ সালে যে সমীক্ষা হয়েছিল, তার ভিত্তিতে এই তালিকা তৈরি হয়েছিল বলে উল্লেখ করে তাঁর দাবি, গত কয়েক বছরে অনেকের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তৃণমূল নেতার মন্তব্য, সারা বছর বিজেপি নেতাদের দেখা যায় না, এখন আবাস যোজনা নিয়ে বেশি মাতামাতি করছে।