Bankura News: ধসে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
Bankura: অন্যান্য দিনের মতোই আজ সকালে পরিত্যক্ত ওই কয়লা খাদে নেমে পড়ে থাকা কয়লা সংগ্রহ করছিলেন স্থানীয় মালিয়াড়া গ্রামের বছর ৩৬ এর বাসিন্দা কার্তিক বাউরি। আচমকাই কয়লা খনির ওই অংশে মাটির ছাদ ধসে পড়ে।

বাঁকুড়া: ধসে চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির। কয়লা খাদানের পরিত্যক্ত অংশ কাটতে গিয়ে মৃত্যু হল স্থানীয় এক ব্যক্তির। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের নর্থ ব্লক কোলিয়ারিতে। এই ঘটনায় সাময়িক ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বাগুলি এলাকায় নর্থ ব্লক খোলামুখ খনিতে কয়লা উত্তোলনের কাজ করে রাজ্য সরকারের পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। খোলামুখ সেই কয়লা খনির একাংশে শেষ হয়ে যাওয়ায় খনির ওই অংশ পরিত্যক্ত খাদের আকারে পড়ে রয়েছে। সেখানেই নিম্ন মানের কিছু কয়লা সংগ্রহ করতে প্রায় প্রতিদিনই খাদে নামে স্থানীয় বাসিন্দাদের একাংশ।
অন্যান্য দিনের মতোই আজ সকালে পরিত্যক্ত ওই কয়লা খাদে নেমে পড়ে থাকা কয়লা সংগ্রহ করছিলেন স্থানীয় মালিয়াড়া গ্রামের বছর ৩৬ এর বাসিন্দা কার্তিক বাউরি। আচমকাই কয়লা খনির ওই অংশে মাটির ছাদ ধসে পড়ে। চাপা পড়ে যান কার্তিক। দ্রুত স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। কিন্তু ধসের মাটি সরিয়ে তাঁকে উদ্ধারের আগেই কার্তিক বাউরির মৃত্যু হয়।
পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় কীভাবে বেআইনিভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই কয়লা কুড়োনোর কাজ করে আসছে স্থানীয়দের একাংশ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি অভাবের তাড়নাতেই জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে আসছেন স্থানীয় বাসিন্দা। পুলিশ ও প্রশাসন বারবার বাধা দিলেও সেই নিষেধ শোনেনা স্থানীয়রা। ফলে মাঝে মধ্যেই ঘটে যাচ্ছে দুর্ঘটনা।





