Bankura: মোবাইলে চার্জ দিতে গিয়ে মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার

Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বালিঠা গ্রামের বাসিন্দা বৃষ্টি রায়। তাঁর শ্বশুরবাড়ি ওই ব্লকেরই ঝেরো কঙ্কাবতী গ্রামে। মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পর বালিঠা গ্রামে বাপের বাড়িতেই ছিলেন। এরপর বুধবার দুপুরে নিজের মোবাইল ফোনে চার্জ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পড়েন ওই মহিলা।

Bankura: মোবাইলে চার্জ দিতে গিয়ে মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার
মৃত্যু মহিলারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 06, 2025 | 6:19 PM

বাঁকুড়া: বৈদ্যুতিক প্লাগে মোবাইল ফোনে চার্জ দিচ্ছিলেন। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মর্মান্তিক পরিণতি। মৃত্যু হল অন্তঃসত্ত্বা এক মহিলার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার বালিঠা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বৃষ্টি রায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বালিঠা গ্রামের বাসিন্দা বৃষ্টি রায়। তাঁর শ্বশুরবাড়ি ওই ব্লকেরই ঝেরো কঙ্কাবতী গ্রামে। মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পর বালিঠা গ্রামে বাপের বাড়িতেই ছিলেন। এরপর বুধবার দুপুরে নিজের মোবাইল ফোনে চার্জ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পড়েন ওই মহিলা। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসতেই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই মহিলাকে উদ্ধার করা হয়। ঘটনায় মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানেই তাঁকে মৃতা বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

মৃতের আত্মীয় সন্দীপ রায় বলেন, “হঠাৎ করে শুনলাম। তারপর দেখলাম মেয়েটা ইলেকট্রিক শক খেয়েছে। দৌড়ে এসে আমরা ইলেকট্রিক নিভিয়ে দিই। হাসপাতালে নিয়ে যাই। তখনই ডাক্তাররা জানান মৃত্যুর খবর।”