Flower Valley: শিলাবৃষ্টির সঙ্গে গোদের উপর বিষফোঁড়া নিম্নচাপ! লাগাতার বৃষ্টিতে তছনছ হয়ে গেল বাংলার ‘ফুলের উপত্যকা’

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Mar 23, 2025 | 11:58 AM

Flower Valley: বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের পানরডাঙ্গা গ্রাম লাগোয়া হেক্টরের পর হেক্টর জমিতে ফুল চাষ হয়। গ্রামের অধিকাংশ পরিবারের জীবন-জীবিকা এই ফুল চাষের উপরই নির্ভরশীল। গ্রাম লাগোয়া জমিতে মূলত গাঁদাফুল চাষ হলেও অন্যান্য ফুল চাষও অল্পবিস্তর হয়।

Flower Valley: শিলাবৃষ্টির সঙ্গে গোদের উপর বিষফোঁড়া নিম্নচাপ! লাগাতার বৃষ্টিতে তছনছ হয়ে গেল বাংলার ‘ফুলের উপত্যকা’
মাথায় হাত চাষিদের
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বিষ্ণুপুর: বেশ কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় চলছে শিলাবৃষ্টি, অন্যদিকে লাগাতার নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার ফুল উপত্যকা হিসাবে পরিচিত বিষ্ণুপুর ব্লকের পানরডাঙ্গা গ্রাম। নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমির ফুল। ভরা মরসুমে ফুল চাষ বিপর্যস্ত হয়ে পড়ায় মাথায় হাত পড়েছে হাজার হাজার ফুল চাষির। 

প্রসঙ্গত, বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের পানরডাঙ্গা গ্রাম লাগোয়া হেক্টরের পর হেক্টর জমিতে ফুল চাষ হয়। গ্রামের অধিকাংশ পরিবারের জীবন-জীবিকা এই ফুল চাষের উপরই নির্ভরশীল। গ্রাম লাগোয়া জমিতে মূলত গাঁদাফুল চাষ হলেও অন্যান্য ফুল চাষও অল্পবিস্তর হয়। পানরডাঙ্গা গ্রামে উৎপাদিত ফুল শুধু বাঁকুড়া জেলাতেই নয় পার্শ্ববর্তী জেলার ফুল বাজারেও সরবরাহ করা হয়। কিন্তু সম্প্রতি লাগাতার শিলাবৃষ্টিতে এমনিতেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল পানরডাঙ্গা গ্রামের ফুল চাষ। এরইমধ্যে গোদের উপর বিষফোঁড়া আবার নিম্নচাপ। তাতেই আরও বেড়েছে সমস্যা। 

নিম্নচাপের লাগাতার ৩ দিনের বৃষ্টি যেন মই দিয়ে গেল ফুলের জমিতে। অসময়ের এই লাগাতার বৃষ্টিতে অধিকাংশ ফুল গাছ জমিতে শুয়ে পড়েছে। যে গাছগুলি এখনো সোজা দাঁড়িয়ে রয়েছে সেগুলিও এবার ধসা রোগের কবলে পড়বে বলে আশঙ্কা চাষিদের। হাজার হাজার টাকা ঋণ নিয়ে চাষ করা ফুলের জমির এভাবে ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়েছে ফুল চাষিদের। আদৌও কী এই ক্ষতি সামাল দিতে পারবেন, আপাতত সেই আশঙ্কাই তাড়া করে বেড়াচ্ছে ক্ষতিগ্রস্থ চাষিদের। উঠছে ক্ষতিপূরণের দাবিও।